Advertisement
১১ জানুয়ারি ২০২৫
icc awards

বিশ্বের দশকসেরা ক্রিকেটার কোহালি, স্পিরিট অফ ক্রিকেট ধোনি

একদিনের ক্রিকেটেও আইসিসি-র দশক সেরা হয়েছেন কোহালি। দশকের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টিভ স্মিথ।

দশকের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহালি। ফাইল ছবি

দশকের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহালি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৫:৫২
Share: Save:

আইসিসি-র দশক সেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়জয়কার ভারতের। দশকের সেরা পুরুষ ক্রিকেটার হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি। পেয়েছেন স্যর গারফিল্ড সোবার্স পুরস্কার। পাশাপাশি একদিনের ক্রিকেটে আইসিসি-র দশক সেরা ক্রিকেটারের পুরস্কারও ঢুকছে তাঁর ক্যাবিনেটে। একটি বিভাগে দশক সেরা মহেন্দ্র সিংহ ধোনি।

পুরস্কার জেতার পর কোহালি বলেছেন, ‘‘আমার সব সময় লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি সেটাই করার চেষ্টা করি। মাঠে আপনি কী করেছেন সংখ্যা শুধু সেটাই দেখায়। আর কিছু নয়।’’

🏅 ICC @CricketWorldCup win in 2011
🏆 ICC Champions Trophy win in 2013
🎖️ Test series win in Australia in 2018

Virat Kohli, the winner of the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade, talks about the last 10 glorious years of his career 🙌#ICCAwards pic.twitter.com/P9FSDgCkWJ

সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে কোহালির সঙ্গে ভারতের রবিচন্দ্রণ অশ্বিন ছাড়াও ছিলেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো তারকারা। কিন্তু শেষ হাসি কোহালিরই।

গত এক দশকে কোহালি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন। ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে রয়েছে ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের দুরন্ত ইনিংস, ২০১৩-য় জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬০ রান তাড়া করতে নেমে ৫২ বলে শতরান ইত্যাদি। পাশাপাশি একমাত্র ক্রিকেটার হিসেবে এই দশকে একদিনের ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করেছেন। ৩৯টি শতরান এবং ৪৮টি অর্ধশতরান রয়েছে।

আরও খবর: অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার

আরও খবর: ফের বোলারদের দাপট, ৬ উইকেট হারিয়ে ২ রানের লিড নিল অজিরা

ধোনি জিতেছেন দশকের সেরা ‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ পুরস্কার। ২০১১-য়ে নটিংহ্যাম টেস্টে অদ্ভুত ভাবে রান আউট হওয়ার পরেও ইয়ান বেলকে ডেকে নিয়েছিলেন। দর্শকদের বিচারে সেটাই এই দশকের সবথেকে ভাল ক্রিকেটীয় মুহূর্ত।

স্মিথ জিতেছেন দশকের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। তবে সবথেকে বেশি আলোড়ন ফেলে দিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। নামী দামী তারকাদের টপকে দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি।

মহিলাদের বিভাগে দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার এলিসে পেরি। দশকের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি দশক-সেরা টি-টোয়েন্টি এবং একদিনের ফরম্যাটের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন।

অন্য বিষয়গুলি:

icc awards virat kohli MS Dhoni Men's Cricketer of the Decade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy