Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪
শিমলা

শিমলায় জন্মানো প্রাক্তন ইংরেজ ক্রিকেটার রবিন জ্যাকম্যান প্রয়াত

ছোটবেলায় কাকা প্যাট্রিক কারগিলের মতো অভিনেতা হতে চেয়েছিলেন জ্যাকম্যান। কিন্তু কাকার কথাতেই ক্রিকেটে আসেন।

প্রাক্তন ক্রিকেটার রবিন জ্যাকম্যান প্রয়াত। ফাইল ছবি

প্রাক্তন ক্রিকেটার রবিন জ্যাকম্যান প্রয়াত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৫:০৪
Share: Save:

জন এডরিচ প্রয়াত হওয়ার কিছুক্ষণ পরেই চলে গেলেন ইংল্যান্ডের আরেক প্রাক্তন ক্রিকেটার। শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিন জ্যাকম্যান। ক্রিকেট কেরিয়ার শেষের পর তিনি চুটিয়ে ধারাভাষ্য দিয়েছেন।

জ্যাকম্যানের জন্ম ভারতের শিমলায়। তখন তাঁর বাবা দ্বিতীয় গোর্খা রাইফেলের মেজর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৪৫-য়ে জ্যাকম্যান জন্মানোর পরের বছরই ইংল্যান্ডে ফিরে যায় তাঁর পরিবার। ছোটবেলায় কাকা প্যাট্রিক কারগিলের মতো অভিনেতা হতে চেয়েছিলেন জ্যাকম্যান। কিন্তু কাকার কথাতেই ক্রিকেটে আসেন।

তবে ক্রিকেটজীবন শুরু করতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল। ১৯৮১ সালে ৩৫ বছর বয়সে টেস্টে অভিষেক হয়। কেরিয়ারে মাত্র চারটি টেস্ট খেলে নিয়েছেন ১৫ উইকেট। ১৫টি একদিনের ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০০-রও বেশি উইকেট পেয়েছেন তিনি।

আরও খবর: পেনের রান আউট নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ রাহানেরা

আরও খবর: পন্থ মনে করালেন মাহিকে, তাঁর টোটকায় অশ্বিন তুলে নিলেন ওয়েডকে

ধারাভাষ্যকার এবং টিভি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে গোটা জীবনটাই কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকাতে। যুক্ত ছিলেন সুপারস্পোর্ট চ্যানেলের সঙ্গে। ২০১২-তে তাঁর গলায় ক্যান্সার ধরা পড়ে। দু’বার অস্ত্রোপচার করে গলা থেকে টিউমার বের করা হয়।

কেরিয়ারে জ্যাকম্যান বেশি বিখ্যাত হয়েছিলেন ১৯৮০-৮১ সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরে। স্ত্রী দক্ষিণ আফ্রিকান হওয়ায় এবং সে দেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগসূত্র থাকায় তৎকালীন গায়ানা সরকার তাঁকে ভিসা দেয়নি। ম্যাচটি বার্বাডোজে চলে যায়। বব উইলিসের জায়গায় খেলে ওই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন জ্যাকম্যান। তবে রাজনৈতিক কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিল।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ক্রিকেটমহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE