Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বাবাকে মানা, ক্ষুব্ধ সাইনা

ক্ষুব্ধ সাইনা বলেছেন, কমনওয়েলথ গেমসে ম্যাচে নামার জন্য তাঁর বাবার সমর্থন ভীষণ ভাবে প্রয়োজন। সঙ্গে তাঁর প্রশ্ন, কেন তাঁকে আগে থেকে জানানো হল না, যে তাঁর বাবাকে কমনওয়েলথ গেমসে কোথাও প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০৩:২২
Share: Save:

কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগেই একের পর এক বিতর্ক ভারতীয় দলে। সিরিঞ্জ কেলেঙ্কারিতে ভারতীয় বক্সাররা জড়িয়ে যাওয়ার পরে এ বার নয়া বিতর্ক উঠল সাইনা নেহওয়ালের বাবা হরবীর সিংহকে নিয়ে। সাইনার দাবি, তাঁর বাবাকে প্রথমে ভারতীয় দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাওয়ার অনুমতি দেওয়া হলেও অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরে নাম কেটে দেওয়া হয়। তাতে অলিম্পিক্স পদকজয়ী তারকা হতাশ।

টুইটারে সাইনা লিখেছেন, ‘‘যখন কমনওয়েলথ গেমসের জন্য আমরা রওনা হলাম, তখন আমার বাবাকে অন্যতম কর্মকর্তা হিসেবে দলের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হল। তার জন্য পুরো অর্থ আমি দিয়েছিলাম। কিন্তু যখন আমরা গেমস ভিলেজে পৌঁছলাম, বাবার নাম দলের কর্মকর্তাদের তালিকা থেকে কেটে দেওয়া হয়। বাবা আমার সঙ্গে থাকতেও পারবে না। গোটা ঘটনায় অবাক হয়ে গিয়েছি।’’

ক্ষুব্ধ সাইনা বলেছেন, কমনওয়েলথ গেমসে ম্যাচে নামার জন্য তাঁর বাবার সমর্থন ভীষণ ভাবে প্রয়োজন। সঙ্গে তাঁর প্রশ্ন, কেন তাঁকে আগে থেকে জানানো হল না, যে তাঁর বাবাকে কমনওয়েলথ গেমসে কোথাও প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE