স্ট্যালিনের সঙ্গে সিএসকে কর্তা আর শ্রীনিবাসন ও তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশানয়ের সভাপতি রূপা গুরুনাথ। টুইটার
ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। দেশজুড়ে অক্সিজেনের হাহাকার মেটাতে তামিলনাড়ু সরকারের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দিল তাঁরা। নব নির্বাচিত ডিএমকে সরকারের প্রধান এমকে স্ট্যালিনের হাতে সাড়ে চারশো অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।
আগামী সপ্তাহের মধ্যেই বাকি অক্সিজেন কনসেন্ট্রেটর রাজ্য সরকারের হাতে তুলে দিতে পারবে আইপিএল-এর এই দলটি। স্ট্যালিনের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেন সিএসকে কর্তা আর শ্রীনিবাসন। এছাড়াও উপস্থিত ছিলেন তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশানয়ের সভাপতি রূপা গুরুনাথ।
সরকারি হাসপাতালগুলির পাশাপাশি গ্রেটার চেন্নাই পুরসভার বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারগুলিতে ব্যবহার করা হবে।
এর আগে ভারতের ভয়াবহ পরিস্থিতির জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন আইপিএল-এর অনেক তারকা ক্রিকেটার। এবার করোনা যুদ্ধে নিজেদের অবদান রাখল ধোনির দল।
Putting our best foot forward for Namma Tamizhagam! Pushing our wellness in hands with Hon. CM Mr. M.K. Stalin, as Mr. R. Srinivasan, Director, CSKCL, hands over an Oxygen Concentrator in the presence of Mrs. Rupa Gurunath, President, TNCA.
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 8, 2021
#Yellove 🦁💛 @chennaicorp @mkstalin pic.twitter.com/7FNKJSaJ4d
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy