অলিম্পিয়াকোসের সমর্থক। এসি মিলানকে হারানোর পর চলছে উত্সব। ছবি: এএফপি।
ইউরোপা লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল ইপিএলের দুই নামি ক্লাব চেলসি ও আর্সেনাল। বৃহস্পতিবার রাতে শুধু এই দুই ইংরেজ ক্লাবের অগ্রগতির পাশাপাশিই গত বারের ইউরোপা জয়ী ফ্রান্সের মার্সেই ও ইতালির এসি মিলানের ছিটকে যাওয়াটাও উল্লেখযোগ্য হয়ে রইল।
এমিরেটাসে নিজেদের ঘরের মাঠে আজারবাইজানের ক্লাব কারাবাগকে ১-০ গোলে হারিয়ে দিল আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলদাতা আলেকজান্দ্রে লাকাজেটে। জার্মান মিডিও মেসুট ওজিলের পাস থেকে বল পেয়ে তা বিপক্ষ জালে জড়িয়ে দেন আর্সেনাল স্ট্রাইকার। ইউরোপা লিগের গ্রুপ পর্যায় এদিনই শেষ হল। আর্সেনাল গ্রুপ 'ই'-র শীর্ষস্থানে থেকেই শেষ ষোলোয় চলে গেল।
লন্ডনের আর এক ক্লাব চেলসিও টুর্নামেন্টে এগোল 'এল' গ্রুপের সেরা হয়ে। হাঙ্গেরিয়ান ক্লাব ভিডির সঙ্গে ২-২ গোলে খেলা অমীমাংসিত রইল চেলসির। ইংরেজ ফুটবলের নীল জার্সিধারীদের দুটি গোলই এল ফ্রি-কিক মারফত। প্রথম গোলটি করেন উইলিয়ান। খেলার ৩০ মিনিটে। এরপর পাল্টা লড়াই করে ভিডি দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসে। ইথান আমপাডু ও লয়েচ নেগোর গোলে ২-১ এগিয়েও যায় তারা। কিন্তু, শেষ বাঁশি বাজার মিনিট পনেরো আগে ফরাসী তারকা অলিভিয়ের জিরুঁর দুরন্ত ফ্রি-কিক ভিডি রক্ষণকে হার মানিয়ে জালে জড়িয়ে যায়।
আরও পড়ুন: চার পেসারে ভারত! দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তনরা
আরও পড়ুন: বায়ার্ন ম্যাচে ফুটবল ছাপিয়ে মুলারের ক্যারাটে কিক!
তবে ফুটবলের সঙ্গে হাঙ্গেরির মাঠে রইল চরম বিতর্কও। ভিডির হোম গ্রাউন্ডে প্রিয় দলের খেলা দেখতে হাজির ছিলেন প্রায় তেরোশো চেলসি সমর্থক। ম্যাচ শুরুর সময় থেকেই ইপিএলের চির প্রতিদ্বন্দী ক্লাব টটেনহ্যামের উদ্দেশে জাতিবিরোধী স্লোগান দিচ্ছিলেন চেলসির কিছু সমর্থক। শোনা যাচ্ছে, এর ফলে উয়েফার তদন্তের মুখে পড়তে হতে পারে চেলসিকে। যদিও ম্যাচ শেষ হওয়ার পরই ক্লাবের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে সমর্থকদের এই ধরণের আচরণ নিয়ে নিন্দাপ্রকাশ করা হয়েছে।
আর এক নামি ক্লাব ইতালির এসি মিলান যাচ্ছেতাই ভাবে হারল গ্রিসের ক্লাব ওলিম্পিয়াকোসের কাছে। ১-৩ গোলে এই ম্যাচ হেরে গিয়ে চার দলের গ্রুপে তিন নম্বরে শেষ করল। যার অর্থ, এ বারের মতো 'রোজোনেরি'-দের ইউরোপা অভিযান শেষ হয়ে গেল। একই ফলে সাইপ্রাসের ক্লাব অ্যাপোলোন লিমাসলের কাছে হেরে গিয়ে ছিটকে গেল গতবারের ইউরোপা কাপ জয়ী মার্সেইও।
(চ্যাম্পিয়ন্স লিগ, এল ক্লাসিকো, লা লিগা, ইপিএল, বুন্দেশলিগা, সিরি এ থেকে ফিফা বিশ্বকাপ - ফুটবল জগতের সব খবর আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy