চোখে বল লাগার পর টেয়ার আম্পায়ার। ছবি: রয়টার্স।
খেলা চলছিল ডেভিস কাপের। সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা ও গ্রেট ব্রিটেন। ১৭ বছরের কানাডিয়ান ডেনিস সাপোভালোভ পিছিয়ে ছিলেন তখনও। গ্রেট ব্রিটেনের কেইল এডমুন্ডের কাছে একটি পয়েন্ট নষ্ট করতেই নিজের উপর রেগেই বল ছুড়ে দেন দর্শকদের দিকে। কিন্তু সেই বল সোজা গিয়ে লাগে চেয়ার আম্পায়ার আর্নড গাবাসের বা চোখে। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বলের আঘাতে ফুলে গিয়েছে চোখ। এমন ঘটনা ঘটিয়ে ম্যাচ থেকে বহিঃস্কৃত হন তিনি।
কানাডা ডেভিস কাপ দলের সদস্যরাই সঙ্গে সঙ্গে সেই আম্পায়ারের চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁর চোখে আইসপ্যাক দেওয়ার ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের মুখপাত্র জানিয়েছেন, গাবাসের চোখ ফুলে রয়েছে কালসিটেও পড়েছে। কানাডার অধিনায়ক মার্টিন লরেনদিউ বলেন, ‘‘ভাল ও খারাপ দুই মুহূর্ত থেকেই শিক্ষা নেওয়া উচিত। যদিও এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে চায় তা হলে এগুলো মনে রাখতে হবে। নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এখান থেকে যেটা শিখবে সেটা সারা জীবন কাজে লাগবে।’’ ব্রিটেন অধিনায়ক লিও স্মিথ বলেন, ‘‘যেটা ঘটল সেটাই আমি অবাক। আর ঘটনাটা লজ্জাজনক।’’
আরও খবর: এত কিছু পাব আশা করিনি, টাই জিতে বললেন বিদায়ী ক্যাপ্টেন আনন্দ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy