Advertisement
১০ জানুয়ারি ২০২৫

টুকরো খবর

দু’সপ্তাহের মধ্যে রঞ্জি ট্রফিতে জোড়া সেঞ্চুরি। তবু বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া ঠেকাতে পারলেন না যুবরাজ সিংহ। গত বারের মতো এ বারও বোর্ডের চুক্তি থেকে বাদ বীরেন্দ্র সহবাগ, জাহির খান, হরভজন সিংহের মতো জাতীয় দল থেকে বাদ পড়া সিনিয়র ক্রিকেটাররা। গৌতম গম্ভীর গত বার গ্রেড ‘বি’তে ছিলেন বাদের তালিকায় এ বার তিনিও। বাংলার মহম্মদ শামি গ্রেড ‘সি’ থেকে উঠে এসেছেন গ্রেড ‘বি’তে। গ্রেড ‘সি’তে এ বার আছেন মনোজ তিওয়ারি। শামির সঙ্গে মুরলী বিজয়, পূজারা, জাডেজা, ইশান্ত, ধবন, রোহিতদের মতো মোট ১১ ক্রিকেটার রয়েছেন গ্রেড ‘বি’তে।

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৪ ০২:০৪
Share: Save:

বাদ যুবরাজ, চুক্তিতে মনোজ

দু’সপ্তাহের মধ্যে রঞ্জি ট্রফিতে জোড়া সেঞ্চুরি। তবু বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া ঠেকাতে পারলেন না যুবরাজ সিংহ। গত বারের মতো এ বারও বোর্ডের চুক্তি থেকে বাদ বীরেন্দ্র সহবাগ, জাহির খান, হরভজন সিংহের মতো জাতীয় দল থেকে বাদ পড়া সিনিয়র ক্রিকেটাররা। গৌতম গম্ভীর গত বার গ্রেড ‘বি’তে ছিলেন বাদের তালিকায় এ বার তিনিও। বাংলার মহম্মদ শামি গ্রেড ‘সি’ থেকে উঠে এসেছেন গ্রেড ‘বি’তে। গ্রেড ‘সি’তে এ বার আছেন মনোজ তিওয়ারি। শামির সঙ্গে মুরলী বিজয়, পূজারা, জাডেজা, ইশান্ত, ধবন, রোহিতদের মতো মোট ১১ ক্রিকেটার রয়েছেন গ্রেড ‘বি’তে। তবে ঋদ্ধিমান সাহা গত বারের মতো এ বারও আছেন গ্রেড ‘সি’তে। ২০১৫ বিশ্বকাপের সম্ভাব্য তিরিশের তালিকা থেকে বাদ পড়া যুবরাজ ৯ ডিসেম্বর হরিয়ানার বিরুদ্ধে ১৩০ রানের পর সোমবার মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু এ দিনই তাঁকে বাদ দিয়ে ভারতীয় বোর্ড ২০১৪-’১৫ মরসুমের জন্য চুক্তিবদ্ধ ৩২ ক্রিকেটারের নাম ঘোষণা করল। গ্রেড ‘এ’তে ধোনি, কোহলি, রায়না, অশ্বিনের সঙ্গে এ বার উঠে এসেছেন ভুবনেশ্বর কুমার।

ফেড কাপে নেই সৌমিক

ফেডারেশন কাপ শুরুর আগেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। বাঁ উরুর পেশিতে চোট পাওয়ায় গোটা ফেড কাপ থেকে ছিটকে গেলেন লাল-হলুদ রক্ষণের অন্যতম ভরসা সৌমিক দে। সোমবার রাতে তিনি বললেন, “এই চোটের ওষুধ বিশ্রাম। পায়ের যা অবস্থা, তাতে অন্তত কুড়ি দিন বিশ্রাম চাই।” ২৮ ডিসেম্বর গোয়ায় শুরু হচ্ছে ফেড কাপ। ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ ডেম্পো, ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর মোহনবাগান নামছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। এ দিকে, ৩১ অগস্টের ডার্বি জয় এবং কলকাতা লিগ জেতায় কোচ এবং প্লেয়ারদের জন্য মঙ্গলবার ডিনার পার্টি হচ্ছে সিসিএফসি-তে। লাল-হলুদ কর্মসমিতির সদস্য ঋতিক দাস বললেন, “প্রতিশ্রুতি দিয়েছিলাম, টিম জিতলে আর্থিক পুরস্কার এবং ডিনার পার্টি দেওয়া হবে। মঙ্গলবার সেটাই হবে।” এ দিন মিলান সুসাক সই করলেন ইস্টবেঙ্গলে। এ দিকে, এএফসির প্রো লাইসেন্স পেলেন পুণে এফসির কোচ করিম বেঞ্চারিফা।

বিশ্বকাপে সচিন

গত বারও তিনি একই দায়িত্বে ছিলেন। বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে সেই ট্রফি জেতার বিরল নজিরও গড়েছিলেন। ২০১৫ বিশ্বকাপেও সচিন তেন্ডুলকরকে একই দায়িত্বে রেখে দেওয়া হল। বিশ্বকাপে ৪৫ ম্যাচে তাঁর রান ২২৭৮। গড় ৫৬.৯৫। উচ্ছ্বসিত সচিন বলেন, “দ্বিতীয় বার এই দায়িত্ব পেয়ে দারুণ লাগছে। ছ’বার বিশ্বকাপ খেলেছি। তবে আসন্ন বিশ্বকাপে আলাদা অভিজ্ঞতা হবে। সাইডলাইন থেকে দেখতে হবে।” সঙ্গে মজা করে মাস্টার ব্লাস্টার বলে দেন, “সে দিক থেকে হয়তো এ বারের বিশ্বকাপের সঙ্গে ১৯৮৭ বিশ্বকাপের তুলনা করা যায়। যে বার আমি বল বয় ছিলাম আর উৎসাহের চোটে প্রত্যেক বলেই চেঁচিয়ে গিয়েছিলাম।”

কোচ জিকোই

সেমিফাইনালে তাঁর দল এফসি গোয়া আইএসএল থেকে ছিটকে গিয়েছিল। তবু চাকরি যাচ্ছে না তাঁর। কিংবদন্তি ব্রাজিলীয় কোচ জিকোর সঙ্গে আরও দু’বছরের চুক্তি করার পথে এফসি গোয়া। জিকো নিজেই বলেছেন, “ক্লাব আমাকে আরও দু’বছরের জন্য কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে।” পাশাপাশি আইএসএল নিয়েও নিজের আশার কথা বলেছেন তিনি, “দেশের জন্য এই টুর্নামেন্টটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্ব ফুটবলের এত বড় বড় নাম যেখানে যুক্ত, সেটা ব্যর্থ হতে পারে না।”

ভারোত্তোলনে পাঁচ পদক কোচবিহারের

রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতল কোচবিহার। হাওড়ার মৌরিগ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ার লিফটিং সংস্থা ও স্থানীয় কিশোর ব্যায়াম সমিতির যৌথ উদ্যোগে ১৯-২০ ডিসেম্বর প্রতিযোগিতা হয়। যোগ দেন দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের সৌরভ রায়, দেবদুলাল পোদ্দার ও অনীক সরকার। ১২০ কেজি জুনিয়র বিভাগে স্বর্ণপদক জেতেন অনীক। সৌরভ ৬৬ কেজি সাবজুনিয়র (অনূর্ধ্ব ২১) ও জুনিয়র (অনূর্ধ্ব ২৫) বিভাগে যথাক্রমে সোনা ও রুপো জিতেছেন। ৫৯ কেজিতে জুনিয়র ও সাব জুনিয়র দু’টি বিভাগেই রুপো জেতেন দেবদুলাল।


জন্মভূমি রোজারিওয় সপরিবার মেসি। ছবি ফেসবুক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy