মেলবোর্নে পুরনো স্মৃতি ফেরালেন লারা। ছবি— এএফপি।
ব্রায়ান চার্লস লারার ব্যাট কথা বলল। এ বার মেলবোর্নে। দেখে কে বলবে ১৩ বছর আগে তিনি ব্যাট-প্যাড তুলে রেখেছেন।
অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আয়োজিত ম্যাচে ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাটিং ক্রিকেটভক্তদের করে তুলল নস্ট্যালজিক।
সেই দুর্দান্ত ফুটওয়ার্ক, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভে পুরনো লারা ফিরে এলেন ভক্তদের স্মৃতিতে। রবিবার ১১ বলে চটজলদি ৩০ রান করেন লারা। তার পর অন্য ব্যাটসম্যানকে ব্যাট করার সুযোগ করে দেন। ওই অপরাজিত ৩০ রানের ইনিংসে দুটো ছক্কা হাঁকান পঞ্চাশ ছোঁয়া ক্যারিবীয় রাজপুত্র।
আরও পড়ুন: ভারতের এই শিক্ষার দরকার ছিল, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর তীব্র আক্রমণ শোয়েবের
একটি ছক্কার ভিডিয়ো পোস্ট করেছে ক্রিকেট ডট কম ডট এইউ। ক্রিকেট কেরিয়ারের মধ্যগগনে থাকার সময়ে এ রকম শটে বল বহুবার গ্যালারিতে পাঠিয়েছেন লারা। এদিনও অবলীলায় ছক্কা মারলেন তিনি। আরও একবার প্রমাণ করলে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।
আরও পড়ুন:ওয়ানডে-তে ছ’বার আউট! টিম সাউদি কি ক্রমেই বিরাট কোহালির ত্রাস হয়ে উঠছেন?
দাবানলে আক্রান্তদের সাহায্যে ত্রাণ তহবিলের এই ম্যাচে ছিল তারকার মেলা। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, যুবরাজ সিংহ, কোর্টনি ওয়ালশ, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্রেট লি-রা মাঠ মাতান। পন্টিং একাদশ বনাম গিলক্রিস্ট একাদশের মধ্যে ম্যাচে পন্টিং একাদশ এক রানে ম্যাচটি জিতে নেয়।
He's still got it! 👌
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020
Donate to the #BigAppeal here: https://t.co/HgP8Vhnk9s pic.twitter.com/7NPPzO6ILK
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy