প্রয়াত জর্জ ফোরম্যান। মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ লড়েছিলেন এই বক্সার। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
দু’বাররে হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন শুক্রবার বাড়িতে প্রয়াত হন। তাঁর পরিবার এই খবর জানিয়েছে। ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান মারা গিয়েছেন। ২১ মার্চ তিনি প্রয়াত হন। সেই সময় পরিবার তাঁর পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও।”
১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ে ফোরম্যান হেরে যান আলির কাছে। বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া হয়। কিন্তু প্রায় দু’দশক পর ‘বিগ ফোর’ হারিয়ে দেন মাইকেল মুরারকে। খেতাব পুনরুদ্ধার করেন।