আইপিএলের নিলামে দল পাননি শার্দূল ঠাকুর। তবে প্রতিযোগিতা শুরুর দিনই তাঁকে ডেকে নিল একটি দল। মুম্বইয়ের অলরাউন্ডারকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। মহসিন খানের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে শার্দূলকে। মাঠে নামার ৪৮ ঘণ্টা আগে সই করানো হয়েছে তাঁকে।
সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে লখনউ। তার আগে দল গুছিয়ে নিলেন লখনউ কর্তৃপক্ষ। চোটের জন্য এ বারের আইপিএলে খেলার সম্ভাবনা নেই মহসিনের। তিনি এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, মহসিন এখন ৫০ শতাংশ ফিট। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছ’সপ্তাহ লাগতে পারে তাঁর। তাই ঝুঁকি না নিয়ে শার্দূলের সঙ্গে চুক্তি করলেন লখনউ কর্তৃপক্ষ। ২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে মুম্বইয়ের ক্রিকেটারকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে শার্দূলকে।
বিশাখাপত্তনমে প্রথম ম্যাচ খেলবে লখনউ। শার্দূলও সেখানে গিয়েছেন ঋষভ পন্থদের সঙ্গে। মনে করা হচ্ছে দিল্লির বিরুদ্ধে তিনি এবং শামার জোসেফ ভাগ করে নেবেন নতুন বল। শার্দূল যোগ দেওয়ায় লখনউয়ের ব্যাটিং গভীরতাও বৃদ্ধি পাবে।
জোরে বোলারদের নিয়ে বেশ সমস্যায় রয়েছে সঞ্জীব গোয়েন্কার দল। চোটের জন্য এখনও অনিশ্চিত ময়ঙ্ক যাদবও। আকাশ দীপ, আবেশ খানেরাও চোট সারিয়ে সবে মাঠে ফিরেছেন। সব মিলিয়ে জোরে বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় রয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার, মেন্টর জাহির খানেরা।