প্রচারমাধ্যমের মুখোমুখি বিরাট কোহালি। মেলবোর্নে মঙ্গলবার। ছবি: এপি।
দুই টেস্টের চার ইনিংসে ৪০ উইকেট নিয়েছেন বোলাররা। কিন্তু, ব্যাটসম্যানদের তরফে সেই ধারাবাহিকতা নেই। অ্যাডিলেড টেস্টে সেঞ্চুরি করেছিলেন চেতেশ্বর পূজারা। পার্থ টেস্টে সেঞ্চুরি করেন বিরাট কোহালি। আর অজিঙ্ক রাহানে দু’বার পঞ্চাশ করেছেন দুই টেস্টে। কিন্তু, সামগ্রিক ভাবে ভারতের ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে উদ্বেগ।
আর সেই কারণেই বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার আবেদন করেছেন ভারত অধিনায়ক। কোহালির কথায়, ‘‘আমাদের বোলাররা ভাল করছে। তাই ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করা জরুরি। না হলে আমরা যে ধরনের রান বোর্ডে তুলছি, তাতে বোলারদের পক্ষে লড়াই চালানো সম্ভব হবে না। যদি আমরা পরে ব্যাট করি, তবে লিড নিতে হবে, বা বিপক্ষের রানের যতটা সম্ভব কাছে যেতে হবে। যদি একটা বড় রানের সমান-সমান তোলা যায়, তবে ম্যাচটা দ্বিতীয় ইনিংসের উপর নির্ভরশীল হয়ে ওঠে। আর প্রথম ইনিংসে যদি লিড নেওয়া যায়, তবে তা কাজে আসে।’’
ব্যক্তিগত পারফরম্যান্স নয়। কোহালি জোর দিয়েছেন সমষ্টিগত পারফরম্যান্সে। তাঁর মতে, ‘‘ব্যাটসম্যানদের সমষ্টিগত ভাবে রান করতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবেই আমাদের ভাল পারফরম্যান্স মেলে ধরতে হবে। কোনও একজনকে রান করতে হবে, এমন বলছি না। সমষ্টিগত ভাবে রান করাই আসল।’’
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স, মেলবোর্নে অভিষেক হচ্ছে মায়াঙ্কের
আরও পড়ুন: হ্যান্ডসকম্বের বদলে মিচেল মার্শকে দলে ফেরাচ্ছে অস্ট্রেলিয়া
চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায়। কোহালি যদিও তা মাথায় রাখছেন না। তাঁর কথায়, ‘‘দল হিসেবে মনে রাখি না সিরিজে ২-০ এগিয়ে নাকি ০-২ পিছিয়ে। নাকি এখন ১-১। অতীতে যা হয়েছে, তার কোনও তাৎপর্য আমাদের কাছে নেই। পরের দুই টেস্টে কী হতে চলেছে, বা সামনের টেস্টে কী হবে, সেটাতেই নজর আমাদের। বর্তমানে থাকাই আমাদের কাছে জরুরি।’
অজি অফস্পিনার নেথান লায়নের প্রশংসা করেছেন কোহালি। সিরিজে এখনও পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেন তিনি। কোহালির মতে, ‘‘লায়ন ভেরি গুড বোলার। ক্রমাগত ভাল জায়গায় বল করে চলে। তাই ওর বিরুদ্ধে আমাদের একটা পরিকল্পনা তো থাকবেই। কী ভাবে রান করা যায় লায়নের বিরুদ্ধে, তা নিয়ে আমরা খাটাখাটনি করেছি। কারণ, একটানা একই স্পটে ওকে বল করতে দেওয়া যাবে না। তখন ও মারাত্মক হয়ে উঠবে।’’
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy