ভুবনেশ্বর কুমার। ফাইল ছবি
পিতৃহারা ভুবনেশ্বর কুমার। তাঁর বাবা কিরণ পাল সিংহ বৃহস্পতিবার মেরঠের বাড়িতে প্রয়াত হন। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি।
জানা গিয়েছে, ২০২০-র সেপ্টেম্বরে প্রথম বার তাঁর ক্যানসার ধরা পড়ে। ঊরুর চোটের কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া আইপিএল-এর মাঝপথেই দেশে ফেরেন ভুবি। তারপর থেকে নিজের চোট সারানোর পাশাপাশি বাবার শরীর নিয়েও চিন্তিত ছিলেন। ইংল্যান্ডের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পর তাঁর চিকিৎসা শুরু হয়। নয়া দিল্লির এমস-এ চিকিৎসারত ছিলেন তিনি।
দু’সপ্তাহ আগে থেকে কিরণের শরীর খারাপ হতে শুরু করে। মেরঠের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দু’দিন পরেই প্রয়াত হলেন তিনি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের পুলিশ বিভাগে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ভুবনেশ্বরের বাবা।
Very sorry to hear about your Father @BhuviOfficial ! May his soul rest in peace. Heartfelt condolences to you & your family..Om Shanti
— Suresh Raina (@ImRaina) May 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy