আইপিএল স্থগিত হওয়ার পর সব বিদেশি ক্রিকেটারের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের নিভৃতবাসে থাকার খরচও বহন করবে বিসিসিআই।
ভারত থেকে মলদ্বীপ যান স্মিথরা। সেখানে কিছুদিন নিভৃতবাসে থাকার পর অস্ট্রেলিয়া পাড়ি দেন তাঁরা। দেশে পৌঁছে ১৪ দিনের জন্য আবার নিভৃতবাসে থাকতে হবে স্মিথদের। সেই থাকার খরচ বহন করবে ভারতীয় বোর্ড। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নিক হকলি। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করে যে নিভৃতবাসে থাকার খরচ বিসিসিআই দিচ্ছে কি না। সেই উত্তরে হকলি বলেন, “হ্যাঁ।”
৪ মে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্রর মতো একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বোর্ড। ক্রিকেটারদের বাড়ি ফিরে যেতে বলে তারা। সেই ব্যবস্থাও করে দেয় বোর্ড। শুধু বাড়ি ফেরা নয়, তারপরেও নিভৃতবাসে থাকার খরচ নিজেদের কাঁধে তুলে নিল বিসিসিআই।