ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে। ছবি: এপি।
১০ জুলাই ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন। তার আগে জামাইকায় দলের সঙ্গে দেখা করবেন বিসিসিআই-এর সিইওরাহুল জোহুরি। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলছেন বিরাট কোহালিরা। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে উড়ে গিয়েছে দল। দলের সঙ্গে জাননি কোচ অনিল কুম্বলে। জলঘোলার শুরু আগে থেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেওয়া থেকেই সমস্যা বাইরে চলে আসে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বোঝা গিয়েছিল কথা বন্ধ কোচ, অধিনায়কের। শেষে সবটাই পরিষ্কার হয়ে গেল।
আরও খবর: ধোনির জায়গা নিতে চান হার্দিক!
তার পর থেকেই জোড় কদমে শুরু হয়েছে কোচ বাছাইয়ের কাজ। সেই প্রস্তুতিতে রঙ ঢেলেছে রবি শাস্ত্রীর আবেদনপত্র। সূত্রের খবর ঠিকই হয়ে গিয়েছে ভারতীয় দলের দায়িত্বে ফিরছেন শাস্ত্রী। অধিনায়ক বিরাট কোহালির পছন্দের যে তিনি তাও পরিষ্কার হয়ে গিয়েছে। তবুও তার আগে পুরো দলের মতামত চায় বিসিসিআই। ১০ জুলাই সৌরভ-সচিন-লক্ষ্মণের কমিটি আবেদন করা প্রার্থীদের সঙ্গে দেখা করবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই বেছে নেওয়া হবে কোচ। বুধবার বিকেলের মধ্যেই কিংসটনে পৌঁছে যাওয়ার কথা রাহুল জহুরির। বিসিসিআই-এর সূত্রের খবর, জামাইকার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন তিনি। দলের বক্তব্য শুনে ক্রিকেট উপদেষ্টা কমিটিকে জানাবেন সিইও।
কিছু দিন আগেই কোহালি বলেছিলেন, ‘‘ব্যাক্তিগত জায়গা থেকে আমি কিছুই বলব না। আমি দলের হয়ে কথা বলব।’’ তবে সিএসি কী করবে সেটা সময়ই বলবে। মাঝে ভেঙ্কটেশ প্রসাদের আবেদনপত্র নিয়েও রটনা হয়েছিল। কিন্তু পরে তিনি নিজেই জানান, তিনি হেড কোচের পদের জন্য আবেদন জানাননি। তাঁর লক্ষ্য বোলিং কোচ হওয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy