Advertisement
০৪ অক্টোবর ২০২৪

টি-টোয়েন্টির ঝুঁকি ব্যাটিংকে সাহায্য করছে: দ্রাবিড়

বাকি দুই ফর্ম্যাটের তুলনায় টি-টোয়েন্টিতে ব্যাটিংকে সাহায্য করছে একজোড়া ফ্যাক্টর, মনে করছেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়কের মতে এই দুই ফ্যাক্টর হল, উন্নতি করার স্বাধীনতা এবং টিম ম্যানেজমেন্টের বেশি সহজে ব্যর্থতা মেনে নেওয়া।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৩২
Share: Save:

বাকি দুই ফর্ম্যাটের তুলনায় টি-টোয়েন্টিতে ব্যাটিংকে সাহায্য করছে একজোড়া ফ্যাক্টর, মনে করছেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়কের মতে এই দুই ফ্যাক্টর হল, উন্নতি করার স্বাধীনতা এবং টিম ম্যানেজমেন্টের বেশি সহজে ব্যর্থতা মেনে নেওয়া।

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, কুড়ি ওভারের ক্রিকেটে ব্যাটসম্যান রিভার্স সুইপ বা প্যাডল সুইপের মতো ঝুঁকিপূর্ণ শট সহজেই খেলতে পারেন। কারণ ও সব শট খেলে আউট হলেও টিম ম্যানেজমেন্ট তাঁদের দোষ দেবে না। প্র্যাকটিস এবং পরীক্ষানিরীক্ষা করার স্বাধীনতা ম্যাচ পরিস্থিতিতেও ব্যাটসম্যানদের আরও কার্যকর করে তুলেছে বলে দ্রাবিড়ের বিশ্বাস।

‘‘আমার মনে হয় ক্রিকেটের বাকি ফর্ম্যাটের তুলনায় টি-টোয়েন্টিতে ব্যর্থতা আমরা বেশি সহজে মেনে নিতে পারি। একটা টেস্টে বা ওয়ান ডে-তে যদি ব্যাটসম্যান প্যাডল সুইপ বা রিভার্স সুইপ খেলে, তাকে নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু টি-টোয়েন্টিতে এই শটগুলো অনেক বেশি গ্রহণযোগ্য। এর জন্য ব্যাটসম্যানরাও এ সব শট নিয়ে নানা রকম পরীক্ষা করার স্বাধীনতা পেয়ে গিয়েছে নেটে এবং ম্যাচে। আর যত পরীক্ষানিরীক্ষা করছে, তত বেশি কার্যকরও হচ্ছে ওদের সেই শটগুলো,’’ বলেছেন দ্রাবিড়।

নিজের এই ব্যাখ্যার উদাহরণ হিসেবে এবি ডে’ভিলিয়ার্সের উদাহরণ টেনে এনেছেন যুব ভারতের কোচ দ্রাবিড়। বলেছেন, ‘‘এবি অনেক বার ব্যর্থ হয়েছে ঝুঁকি নিতে গিয়ে। কিন্তু ও সেগুলো থেকে অনেক কিছু শিখেছে। সেখান থেকেই টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের টেকনিক আরও ধারালো করে তুলেছে ও। আইপিএল ছাড়াও এটা করার অনেক সুযোগ পায় এবি।’’ দ্রাবিড় আরও মনে করেন, আইপিএল ক্রিকেটে বোলারদের চেয়ে সামান্য হলেও এগিয়ে ব্যাটসম্যানরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Dravid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE