লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছেন মেসি। দেখছেন কোচ কোমান। ছবি টুইটার
বার্সেলোনার হয়ে ৭৫০-র উপর ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এতদিন পর প্রথমবার লাল কার্ড দেখতে হল লিয়োনেল মেসিকে। রবিবার সুপার কাপ ফাইনাল শেষের কয়েক মুহূর্ত আগে হিংসাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখলেন মেসি। শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিয়ো খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন মেসি। এদিন বার্সেলোনাও হেরে গেল ২-৩ ব্যবধানে।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে তখন গোল শোধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। এমন সময়ে বল পাস করার পর মেসির গতিপথ আটকান বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিব্রে। মরিয়া মেসি তৎক্ষণাৎ চাপড় মেরে ফেলে দেন তাঁকে। রেফারি গিল মানজানো প্রথমে ঘটনাটা খেয়াল করেননি। কিন্তু ভিডিয়ো রিভিউ দেখে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। ৭৫৩ ম্যাচ পর প্রথম বার্সেলোনার হয়ে লাল কার্ড দেখলেন মেসি।
চলতি মরশুমে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বার্সেলোনার। গোদের উপর বিষফোঁড়া হল সুপার কাপ ফাইনালে হার। রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন মরশুমের প্রথম ট্রফি ঢুকছে। আঁতোয়া গ্রিজম্যান এগিয়ে দিয়েছিলেন বার্সাকে। দু’মিনিট পরেই গোল শোধ দেন অস্কার মার্কোস।
আরও খবর: বিতর্কে বিদ্ধ নেমার খেলা ছাড়ার কথা ভেবেছিলেন
আরও খবর: লিভারপুলকে আটকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই থাকল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
দ্বিতীয়ার্ধে ফের গোল গ্রিজম্যানের। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষের আগে গোল ভিয়ালিব্রের। অতিরিক্ত সময়ের খেলা শুরুর তিন মিনিটের মাথায় ইনাকি উইলিয়ামস গোল করে বিলবাওকে এগিয়ে দেন। সেই গোল শোধ করতে পারেনি বার্সা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy