নিজেদের দেশেই চরম কোণঠাসা স্মিথরা। ছবি: টুইটার।
একটি ভুল, আর বাকিটা ইতিহাস! হয়তো এটাই স্টিভ স্মিথ এবং গোটা অস্ট্রেলিয়া টিমের বর্তমান ক্যাচ লাইন। অজি অধিনায়ক বল বিকৃতির কথা স্বীকার করে নেওয়ার পর গোটা বিশ্বজুড়ে তুলোধনা করা হচ্ছে টিম অস্ট্রেলিয়ার। দেশের মাটিতেও রেহাই পাননি স্মিথরা। অজি ক্রিকেটকে কলঙ্কিত করার দায়ে বিভিন্ন অস্ট্রেলীয় গণমাধ্যমে সমালোচিত হয়েছে স্মিথ অ্যান্ড কোং।
এ বার অন্য ভাবে গোটা অস্ট্রেলিয়া টিমকে ব্যাঙ্গ করে একটি ভিডিও তৈরি করল অস্ট্রেলীয় রেডিও স্টেশন ট্রিপিল জে।
শুধু বল বিকৃতিই নয়, ১৯৮১ সালে বিতর্কিত আন্ডারআর্ম বোলিং অ্যাকশানকে নিয়েও মজা করা হয় ওই ভিডিওটিতে।
পড়ুন: অজি টিমের কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন লেমন!
Full credit to Australians back in Australia. pic.twitter.com/DIhUXxuQrs
— Ben Karpinski (@followthebounce) March 26, 2018
১৯৮১ সালে তৎকালীন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল তাঁর ভাই ট্রেভরকে বলেন আন্ডারআর্ম বল করতে। এখনও এই আন্ডারআর্ম বলের ঘটনা ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যায়নি।
ট্রিপিল জে-এর পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওটিতে দেখা যাচ্ছে গানের তালে নিজেদের দেশের ক্রিকেটারদের কদর্যরূপ হাসতে হাসতে ফুটিয়ে তুলেছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy