প্রস্তুতি: সিরিজে সমতা ফেরাতে চলছে স্মিথের অনুশীলন। ছবি: এএফপি।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বাংলাদেশেরই গেমপ্ল্যান কাজে লাগাতে চান স্টিভ স্মিথ। অর্থাৎ, কাল থেকে শুরু শেষ টেস্টে তিন স্পিনার খেলানোর ভাবনা রয়েছে অস্ট্রেলীয় অধিনায়কের।
চট্টগ্রামে শুরু টেস্টের আগের দিন স্টিভ স্মিথ বলেছেন, ‘‘আমরা এখনও চূড়ান্ত এগারো বাছিনি। কাল আবহাওয়া দেখে ঠিক করব। যদি দেখি বৃষ্টি হচ্ছে, তা হলে অন্য রকম ভাবতে হবে।’’ এর পরে সম্ভাব্য এগারো নিয়ে স্মিথ বলেছেন, ‘‘স্টিভ ও’কিফকে টিমে আনাটা খুব ভাল সিদ্ধান্ত। এর ফলে আমাদের হাতে তিন স্পিনার খেলানোর রাস্তা খোলা থাকছে।’’ এই একই স্ট্র্যাটিজি যে বাংলাদেশ তাঁদের বিরুদ্ধে নিয়েছিল, সেটা নিজেই বলছেন স্মিথ। ‘‘আগের টেস্টে বাংলাদেশ তিন স্পিনার খেলিয়ে সাফল্য পায়। পিচে যদি টার্ন থাকে, তা হলে তিন স্পিনার খেলানোটা অবশ্যই একটা ভাল প্ল্যান। দেখা যাক কী করা যায়।’’
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এ বার তারা সিরিজ জিততেও মরিয়া। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘‘আমরা এখন সব টিমের বিরুদ্ধেই ঝুঁকি নিতে তৈরি। তা সে যে দলই হোক না কেন। আমরা এখন মাঠে নামার সময় একটা লক্ষ্যই ঠিক করে নিই। সেটা হল, বিপক্ষকে হারাতে হবে। এই টেস্টেও আমাদের মনোভাব একই রকম থাকবে। আমাদের লক্ষ্য সিরিজ ২-০ জেতা।’’
সেটা যদি সত্যি হয়, অস্ট্রেলিয়া যদি সত্যিই শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও হেরে যায়, তা হলে আইসিসি র্যাঙ্কিংয়ে তাদের ছ’নম্বরে নেমে যেতে হবে। অস্ট্রেলিয়ার আরও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের উইকেটকিপার। ম্যাথু ওয়েড উইকেটের সামনে এবং পিছনে— দু’টোতেই খুব খারাপ ফর্মে। একটা ভাবনা হল, পিটার হ্যান্ডসকম্বকে উইকেটকিপার হিসেবে খেলিয়ে দেওয়া। তা হলে ব্যাটিং আরও জোরদার হবে। কিন্তু এই ফর্মুলার একটা পাল্টা বক্তব্যও আছে। সেটা হল, উপমহাদেশের টার্নিং পিচে অনিয়মিত উইকেটকিপার নামানোর ঝুঁকি আদৌ নেওয়া উচিত কি না? বেশির ভাগেরই মত হল, উইকেটের পিছনে নির্ভরযোগ্য লোক না থাকলে ম্যাচ আগেই হাত থেকে বেরিয়ে যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy