Advertisement
০২ নভেম্বর ২০২৪

মেসিকে নিয়ে ঠাট্টায় শুরু জল্পনা

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নাটক নিল নতুন মোড়। বার্সেলোনা নতুন চুক্তি দেওয়ার কথা বললেও এখনও মেসির সঙ্গে কোনও বোঝাপড়ায় পৌঁছতে পারেনি ক্লাব।

মেসি-নেইমার জুটি কি বেশি দিন দেখা যাবে? -গেটি ইমেজেস

মেসি-নেইমার জুটি কি বেশি দিন দেখা যাবে? -গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩০
Share: Save:

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নাটক নিল নতুন মোড়।

বার্সেলোনা নতুন চুক্তি দেওয়ার কথা বললেও এখনও মেসির সঙ্গে কোনও বোঝাপড়ায় পৌঁছতে পারেনি ক্লাব। সেই পরিস্থিতির ফায়দা তুলতে ইউরোপের নামী ক্লাবেরা নেমে পড়েছে মেসিকে বার্সা থেকে বের করে আনতে।

এত দিন মেসিকে সই করানোর দৌড়ে ছিল ম্যাঞ্চেস্টার সিটি ও প্যারিস সঁ জরমঁ। এ বার সেই দৌড়ে ঢুকে পড়ল আতলেতিকো দে মাদ্রিদ।

চব্বিশ ঘণ্টা আগেই মেসির গোলে লা লিগায় হারতে হয় আতলেতিকোকে। আতলেতিকো প্রেসিডেন্ট এনরিকে সেরেজোকে প্রশ্ন করা হয় আগামী মরসুমে ফের্নান্দো তোরেসকে ক্লাবে রাখা হবে কি না? উত্তরে সেরেজো বলছেন, ‘‘আগামী মরসুমে আমরা মেসিকে সই করতে চাই। বাকি সব কিছুই পিছনে থাকবে।’’ ঠাট্টার সুরে বললেও জল্পনা শুরু হয়ে গিয়েছে প্রেসিডেন্ট কি তা হলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মেসিকে সই করার জন্য তৈরি আতলেতিকো?

রবিবার রাতে অবশ্য প্রথমবার ৩-৪-৩ ফর্মেশনকে দলকে পাল্টে সাফল্য পান বার্সা ম্যানেজার লুইস এনরিকে। যে প্রসঙ্গে এনরিকে বলছেন, ‘‘দলের ছক ৩-৪-৩-এ পাল্টালাম কারণ আরও বেশি বলের উপর পজেশন রাখতে চেয়েছিলাম।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘দ্বিতীয়ার্ধে আতলেতিকো খুব বেশি চাপে ফেলতে পারেনি। কারণ, ওদের প্রেসিংয়ে কাজ হচ্ছিল না। আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররাও ছন্দে ছিল।’’

অন্য বিষয়গুলি:

Atletico Madrid Lionel Messi Speculation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE