Advertisement
০৬ নভেম্বর ২০২৪

অবশেষে নৈশালোকে আজ পস্টিগাদের গোপন অনুশীলন

অবশেষে স্বস্তি আন্তোনিও লোপেজ হাবাসের। কলকাতায় আসার পর নৈশালোকে অনুশীলন করাতে পারছেন না বলে কর্তাদের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন আটলেটিকো দে কলকাতার কোচ। তাঁর যুক্তি ছিল চেন্নাইতে প্রথম ম্যাচ খেলতে হবে সন্ধে সাতটায়। অথচ কলকাতায় নৈশালোকে অনুশীলন করাতে পারছেন না।

অনুশীলনে মগ্ন আটলেটিকোর জোড়া ফলা হিউম-পস্টিগা। দর্শক নবি ও তাঁর সতীর্থরা। ছবি: শঙ্কর নাগ দাস

অনুশীলনে মগ্ন আটলেটিকোর জোড়া ফলা হিউম-পস্টিগা। দর্শক নবি ও তাঁর সতীর্থরা। ছবি: শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৪:১১
Share: Save:

অবশেষে স্বস্তি আন্তোনিও লোপেজ হাবাসের।
কলকাতায় আসার পর নৈশালোকে অনুশীলন করাতে পারছেন না বলে কর্তাদের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন আটলেটিকো দে কলকাতার কোচ। তাঁর যুক্তি ছিল চেন্নাইতে প্রথম ম্যাচ খেলতে হবে সন্ধে সাতটায়। অথচ কলকাতায় নৈশালোকে অনুশীলন করাতে পারছেন না।
বৃহস্পতিবার থেকে পনেরো দিনের জন্য বন্ধ ময়দানের সমস্ত তাঁবু। সেনাবাহিনীর এই নিয়মের জেরে মোহনবাগান মাঠে আর অনুশীলন করতে পারবে না আটলেটিকো। তাই বৃহস্পতিবার সন্ধে ছ’টা থেকে বারাসত স্টেডিয়ামে গোপন অনুশীলন করবেন নবি-পস্টিগারা। যেখানে কৃত্রিম ওয়াল রেখে ফ্রি-কিক অনুশীলন হবে বলে খবর টিম সূত্রে। শুক্রবার প্রথম ম্যাচ খেলতে চেন্নাই উড়ে যাওয়ার আগে তাই কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের অস্ত্রে শান দিয়ে নিতে চাইছেন আইএসএল চ্যাম্পিয়ন কোচ।
টুর্নামেন্ট শুরুর আগে এমনিতেই হাবাসের রক্ষণকে রক্তচক্ষু দেখাচ্ছে একাধিক চোট-আঘাত। গোদের উপর বিষফোঁড়া, প্রথম ম্যাচের পর জাতীয় দলের প্রাক-বিশ্বকাপের ম্যাচ খেলতে চলে যাবেন ভারতীয় স্টপার অর্ণব মণ্ডলও। পরের দু’ম্যাচে নেই তিনি।
যদিও আটলেটিকো দে কলকাতার কোচ আন্তোনিও লোপেজ হাবাস এ সব নিয়ে ভাবতে নারাজ। বরং বলছেন, ‘‘চেন্নাই খুব গোছানো দল। লিগে প্রথম ম্যাচ জিতলে টিমের আত্মবিশ্বাস সব সময় বাড়ে। আমরা সেই লক্ষ্য নিয়েই চেন্নাই যাব।’’ একই সঙ্গে স্প্যানিশ কোচ এটাও জানিয়ে দিয়েছেন, ‘‘আশা করছি গোয়ায় দ্বিতীয় ম্যাচ থেকেই পেয়ে যাব হোসেমিকে।’’
হাবাসের টিমের পক্ষে আশার খবর, মঙ্গলবার গোড়ালিতে চোট পাওয়া কলকাতার আর এক স্প্যানিশ ডিফেন্ডার টিরি এ দিন অনেকটাই সুস্থ। টিম সূত্রে এমনই খবর। ফিকরু-এলানোদের পাড়ায় গিয়ে তিন পয়েন্ট নিয়ে আসার লক্ষ্যে এ দিন অনুশীলনে গোলে অমরিন্দর সিংহকে রেখে স্টপারে অর্ণব-নাতো জুটিকে দেখে নিলেন হাবাস। দুই সাইডব্যাক রিনো অ্যান্টো এবং রহিম নবি। মিডফিল্ডে জুয়েল রাজা, বোরহা, জাভি লারা, বলজিৎদের দেখে নিয়েছেন কোচ। আক্রমণে পস্টিগা-হিউম জুটিই তুরুপের তাস। যদিও এ দিন মোহনবাগান মাঠ ছেড়ে বেরোনোর আগে হাবাস বলে যান, ‘‘তিনটে ফর্মেশনে টিমকে প্র্যাকটিস করিয়েছি। এর চেয়ে বিশদে আর কিছু বলব না।’’

এ দিকে, আইএসএল যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। যদিও দিল্লির ব্রাজিলীয় কোচ কাম ফুটবলার রবের্তো কার্লোস নিজেকে এই সব উত্তেজনার উর্ধ্বে রাখছেন। রবিবার তাঁদের প্রথম ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। তার আগে মিডিয়ার সামনে তাঁর স্বীকারোক্তি, ‘‘আমার বা আমার টিমের কাছে কোনও চাপ নেই। ফুরফুরে মেজাজে স্রেফ জিততে বলেছি ছেলেদের। কারণ আমার কাছে খেলা মানেই জেতা। ড্র বা হার নয়। তাই ছেলেদের বল মাঠে গড়ানোর দিন থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে বলে দিয়েছি।’’ তিনি নিজে মাঠে নামবেন কি না তা জানতে চাইলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা মজা করে বলেন, ‘‘সব ম্যাচই তো খেলতে চাই। কিন্তু পুরো সময় খেলায় মতো জায়গায় নেই। ভাবছি টিম জিতলে মাঠে নামব। আর পরিস্থিতি বিরুদ্ধ হলে উঠে যাব।’’ এ দিনই কার্লোসের দিল্লি ডায়ানামোস টিমের সঙ্গে যোগ দিলেন ব্রাজিলীয় মিডিও ভিনিশিয়াস ফেরেইরা ডু’সুজা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE