ফের একবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে পারেন আশুতোষ মেহতা। ফাইল চিত্র
আশুতোষ মেহতাকে দলে নিতে চাইছে এটিকে মোহনবাগান। তিন বছরের জন্য আবারও সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে মুম্বইয়ের এই ফুটবলারকে। গত মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ভাল খেলার পুরস্কার হিসেব জাতীয় দলে সুযোগ পেয়েছেন আশুতোষ। মুখ্য প্রশিক্ষক আন্তোনিয়ো লোপেজ হাবাস তাঁর খেলা বেশ পছন্দ করেন।
তবে এই মরসুমেই প্রথম নয় এর আগে মোহনবাগানকে আই লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। আইজলকেও খালিদ জামিলের প্রশিক্ষণে আই লিগ এনে দিয়েছিলেন রক্ষণ ভাগের এই ফুটবলার।
এটিকে মোহনবাগানে ফিরতে চান আশুতোষও। তবে সবটা এখনও চূড়ান্ত হয়নি বলেই আনন্দবাজার ডিজিটালকে জানালেন তিনি।
পরের মরসুম থেকেই বিদেশির সংখ্যা কমতে চলেছে আইএসএলে। তাই এখন থেকেই ভাল স্বদেশি ফুটবলারদের সই করিয়ে নিতে চাইছে এটিকে মোহনবাগান। আশুতোষ মেহেতার আগে লিস্টন কোলাসোকে দলে নিয়েছে তারা। অমরিন্দরও যোগ দিতে পারেন সবুজ মেরুন শিবিরে। সব মিলিয়ে শক্তিশালী দল গঠন করতে চাইছেন হাবাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy