দ্বৈরথ: ফাইনালের আকর্ষণ কোস্তা বনাম স্যাঞ্চেজ। ফাইল চিত্র
একটা দলের সামনে মরসুমে দ্বিতীয় ট্রফি জয়ের হাতছানি। অন্য দলের কাছে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ।
এফএ কাপ ফাইনালের আগে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি-র ফুটবলাররা চনমনে। কিন্তু একেবারে উল্টো ছবি আর্সেনাল শিবিরে। ডিফেন্ডার লোঁহ কুসিয়েনি নির্বাসিত। গ্যাব্রিয়েল জেসুস ছিটকে গিয়েছেন চোট পেয়ে। ফিটনেস সমস্যায় অনিশ্চিত কায়রন গিব্স ও স্কোডান মুস্তাফি। এই পরিস্থিতিতে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার-কে বাধ্য হয়েই ভরসা করতে হচ্ছে চোট সারিয়ে ১৩ মাস পরে মাঠে ফেরা পিয়ের মার্তেস্যাকার-এর উপর!
তবে প্রবল চাপে থাকলেও আর্সেনাল বস্ স্পষ্ট করে দিয়েছেন, কোনও অবস্থাতেই ক্লাব ছাড়ছেন না। তিনি বলেছেন, ‘‘এটা আমার শেষ ম্যাচ নয়। ফল যাই হোক, আমি আর্সেনালেই থাকছি! এবং আর্সেনালের জন্যই এফএ কাপে চ্যাম্পিয়ন হতে চাই।’’
আরও পড়ুন: পুরনো ফলের খোঁজে পাক
আজ, শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁর প্রধান প্রতিপক্ষ ওয়েঙ্গার। কিন্তু ফাইনালের আগে চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে উচ্ছ্বসিত ওয়েঙ্গার-কে নিয়েই। তিনি বলেছেন, ‘‘একই দলের দায়িত্বে দীর্ঘ দিন থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সমালোচনা না করে আমাদের উচিত ওয়েঙ্গারকে সর্বকালের অন্যতম সেরা ম্যানেজারের সম্মান দেওয়া।’’
তেরো বছর আগে শেষ বার ইপিএল জিতলেও এফএ কাপে দুর্দান্ত রেকর্ড আর্সেনালের। বারো বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই কারণেই হয়তো লন্ডনের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে ফাইনাল দেখানোর পরিকল্পনা নিয়েছিল আর্সেনাল। কিন্তু ম্যাঞ্চেস্টার এরিনায় জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধা জানাতে সেই পরিকল্পনা বাতিল করেছে তারা। চেলসি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাত বার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy