Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চিনের প্রস্তাবে না বললেন ওয়েঙ্গার

চিনের লোভে পা না দিয়ে আর্সেনালেই মরসুম শেষ অবধি থাকতে চান আর্সেন ওয়েঙ্গার। লসির দিয়েগো কোস্তা থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি, প্রতিটা বড় নামের জন্য প্রস্তাব এসেছে চিন থেকে।

ঘোষণা: আর্সেনালেই কোচিং করাতে চান আর্সেন ওয়েঙ্গার।

ঘোষণা: আর্সেনালেই কোচিং করাতে চান আর্সেন ওয়েঙ্গার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০৩:৩৪
Share: Save:

চিনের লোভে পা না দিয়ে আর্সেনালেই মরসুম শেষ অবধি থাকতে চান আর্সেন ওয়েঙ্গার।

চেলসির দিয়েগো কোস্তা থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি, প্রতিটা বড় নামের জন্য প্রস্তাব এসেছে চিন থেকে। এ বার সেই তালিকায় যোগ হলেন আর্সেনালের কিংবদন্তি ম্যানেজার ওয়েঙ্গার। শোনা যাচ্ছে, কিছু দিন আগেই আর্সেনালের ফরাসি কোচের জন্য প্রস্তাব এসেছিল চিনের ক্লাব থেকে। কিন্তু আর্সেনালেই মরসুম শেষ অবধি থাকতে চান ওয়েঙ্গার।

বায়ার্নের বিরুদ্ধে হারের পর ওয়েঙ্গারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। কিছু দিন আগে সাংবাদিক সম্মেলনেও ওয়েঙ্গার বলেন, এপ্রিলের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন আগামী মরসুমে ক্লাবে থাকবেন কি না। ওয়েঙ্গার ক্লাব ছাড়লে তার পরিবর্তে রাফায়েল বেনিতেজকে ম্যানেজার করার কথা ভাবছে আর্সেনাল। দৌড়ে রয়েছেন য়ুভেন্তাস ম্যানেজার মাসিমিলায়ানো আলেগ্রি-ও।

ওয়েঙ্গার ছাড়াও স্ট্রাইকার অ্যালেক্সিস সাঞ্চেজের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। সাঞ্চেজকে সই করতে এখন থেকেই কথাবার্তা শুরু করেছে চেলসি। আবার প্যারিস সঁ জরমঁও প্রস্তাব দিতে চায় সাঞ্চেজের জন্য।

অন্য বিষয়গুলি:

Arsène Wenger Arsenal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE