Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

অর্ণব মণ্ডল ফেরায় স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে

ইস্টবেঙ্গলের জন্য সুখবর জাতীয় শিবির থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের অধিনায়ক ও বিশ্বস্ত ডিফেন্ডার অর্ণব মণ্ডল। মহমেডানের বিরুদ্ধে প্রথম দলেই থাকার কথা তাঁর। ছয় ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৮।

জাতীয় শিবির থেকে ফিরলেন অর্ণব মণ্ডল। ছবি: সংগৃহীত।

জাতীয় শিবির থেকে ফিরলেন অর্ণব মণ্ডল। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ২২:৩২
Share: Save:

কলকাতা লিগের প্রথম মিনি ডার্বিতে মহমেডানকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই ভেঙে দিয়েছে মোহনবাগান। শনিবার সেই কল্যাণী স্টেডিয়ামে আরও এক ডার্বিতে নামছে সাদা-কালো ব্রিগেড। এ বার প্রতিপক্ষ অবশ্যই ইস্টবেঙ্গল। যাদের এখনও একটি ম্যাচেও পরাস্ত করা যায়নি। আরও একটি লিগ জয়ের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে লাল-হলুদ শিবির। যদিও ঘারে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। একটি ম্যাচেই আটকে যেতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার জন্য অবশ্য শনিবারের ডার্বি ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ। মহমেডানের সামনে লক্ষ্য যতটা উপরের দিকে সম্ভব শেষ করার।

আরও পড়ুন

ধবনের জায়গায় ওপেন করতে পারেন রাহানে

ভারতে যুব বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত রায়ান গিগস

এর মধ্যেই ইস্টবেঙ্গলের জন্য সুখবর জাতীয় শিবির থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের অধিনায়ক ও বিশ্বস্ত ডিফেন্ডার অর্ণব মণ্ডল। মহমেডানের বিরুদ্ধে প্রথম দলেই থাকার কথা তাঁর। ছয় ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৮। রেনবো কে -১৪, কাস্টমসকে ০-২, পিয়ারলেসকে ১-৫, সাদার্নকে ০-৩, রেলওয়ে এফসিকে ০-৩ ও পাঠচক্রকে -১২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। সেদিক থেকে দেখতে গেলে মহমেডানের শুরুটা একদমই ভাল হয়নি। প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে প্রিমিয়ারের নবাগত দল পাঠচক্রর কাছে। ম্যাচের ফল ১-৪। এর পর অবশ্য জয়ে ফিরেছে ন দীপেন্দু বিশ্বাসরা। টালিগঞ্জকে ৫-১, সাদার্নকে ৩-০, পিয়ারলেসকে ৫-২ গোলে হারানোর পর কাস্টমসের কাছে আটকে য়েতে হয়েছে। তার পর মোহনবাগানের কাছে শেষ বেলার ১-২ গোলে হার। কিন্তু পরের ম্যাচেই রেলওয়ে এফসির বিরুদ্ধে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মহমেডান। সাত ম্যাচে মহমেডানের এখন পয়েন্ট ১৩।

যে কারণে শনিবারের ম্যাচ দুই দলের জন্যই সমান গুরুত্ব। ছক কষা শুরু করে দিয়েছেন দুই পোড়খাওয়া কোচ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE