মেসি অতীত, বার্সার স্বপ্ন এখন ফাতি। ফাইল ছবি
লিয়োনেল মেসি ক্লাব ছাড়ার পর বেশিরভাগ সমর্থকই চেয়েছিলেন তাঁর ১০ নম্বর জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখা হোক। তবে সেই আবেদনে আমল দিল না বার্সেলোনা। বরং ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হল ক্লাবের তরুণ প্রজন্মের ফুটবলারের হাতে।
এই মরসুম থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে দেখা যাবে আনসু ফাতিকে। বার্সেলোনার হয়ে গত দু’মরসুমে নজর কেড়েছেন ফাতি। মেসি নিজেও তাঁর প্রশংসা করেছিলেন। স্প্যানিশ নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় দলের জার্সি গায়েও খেলা হয়ে গিয়েছে ফাতির। এ বার বার্সেলোনা স্বপ্ন দেখছে তাঁকে নিয়েই।
বুধবার বার্সেলোনার তরফে ভিডিয়ো এবং ছবি পোস্ট করে ১০ নম্বরের নতুন উত্তরাধিকারীর কথা জানানো হয়। বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন ফাতি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। ১৩টি গোল করেছেন। ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে তাঁর নাম রেকর্ডবুকে ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে।
Our new number 🔟
— FC Barcelona (@FCBarcelona) September 1, 2021
Made in La Masia 💙❤️
⭐️ @ANSUFATI ⭐️ pic.twitter.com/co6NcpjxOx
𝙉𝙪𝙢𝙗𝙚𝙧 𝙩𝙚𝙣 pic.twitter.com/HrcSyBq0Qj
— FC Barcelona (@FCBarcelona) September 1, 2021
২০২০-র নভেম্বরে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন ফাতি। ন’মাস চিকিৎসাধীন থাকার পর মাঠে ফেরেন। আন্তর্জাতিক বিরতির পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ম্যাচেই ১০ নম্বর জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy