চতুর্থ টেস্টে ভারতীয় দলের অন্তর্ভুক্ত করা হল প্রসিদ্ধ কৃষ্ণকে। কলকাতা নাইট রাইডার্সের এই পেসার ইংল্যান্ড সফরের শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন। বুধবার ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে প্রসিদ্ধকে দলে নেওয়ার কথা জানানো বয়েছে।
ভারতের রিজার্ভ বোলার হিসেবে ইংল্যান্ডে গিয়েছেন প্রসিদ্ধ। তবে বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, দল পরিচালন সমিতির অনুরোধেই নির্বাচক কমিটি প্রসিদ্ধকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে। তবে কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসেবে দলে আসেননি তিনি। সংশ্লিষ্ট মহলের ধারণা, তৃতীয় টেস্টে ইশান্ত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠার কারণেই দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধকে।
প্রসঙ্গত, দলে দুই ফিট পেসার শার্দূল ঠাকুর এবং উমেশ যাদব রয়েছেন। তাঁরা থাকা সত্ত্বেও প্রসিদ্ধ সুযোগ পাওয়ায় অনেকেই মনে করছেন দল পরিচালন সমিতির অন্য ভাবনা রয়েছে। ফলে চতুর্থ টেস্টে প্রসিদ্ধের অভিষেক হলেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন অনেকে।
UPDATE - Prasidh Krishna added to India’s squad
— BCCI (@BCCI) September 1, 2021
More details here - https://t.co/Bun5KzLw9G #ENGvIND pic.twitter.com/IO4JWtmwnF
ঘরোয়া ক্রিকেটে সে ভাবে অভিজ্ঞ নন প্রসিদ্ধ। কর্ণাটকের হয়ে এখনও পর্যন্ত মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দেশের জার্সি গায়ে অভিষেক হয়েছিল তাঁর।