Advertisement
২০ নভেম্বর ২০২৪

জুনিয়র বিশ্বকাপে র‍্যাপিড ফায়ার পিস্তলে সোনা জিতলেন অনীশ

হরিয়ানার অনীশ ভানওয়ালা ২৫ মিটার রাইফেল বিভাগে জিতলেন সোনা।

জুনিয়র বিশ্বকাপে সোনা জিতলেন অনীশ। ছবি: ফাইল চিত্র।

জুনিয়র বিশ্বকাপে সোনা জিতলেন অনীশ। ছবি: ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নিউদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১২:০৯
Share: Save:

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ফের সোনা ভারতের ঝুলিতে। হরিয়ানার অনীশ ভানওয়ালা ২৫ মিটার রাইফেল বিভাগে জিতলেন সোনা।

টুর্নামেন্টের চতুর্থ দিনে অনীশ কোয়ালিফায়ার রাউন্ডে ৫৮৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করেন। এরপর ফাইনালে নিজের লিডকে হাতছাড়া হতে দেয়নি কমনওয়েলথ গেমসে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে সোনা জেতা এই তরুণ। ফাইনালে ২৯ পয়েন্ট নিয়ে অনীশ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ইগর ইস্মাকভকে খুব সহজেই পিছনে ফেলে দেন। ইস্মাকভ শেষ করেন ২৩ পয়েন্টে।

১৬ বছর বয়সী অনীশ ইতিমধ্যেই বছরের শুরুতে প্রথমবার সিনিয়র টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন। গতবছর সিডনিতেও একই বিভাগে সোনা জিতেছিলেন অনীশ। ফাইনালে ওঠা বাকি দুই ভারতীয় আদর্শ সিংহ ও আগ্নিয়া কৌশিক যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে শেষ করেন।

আরও পড়ুন:নতুন সিন্ধু গড়তে বিদেশ সফরে কাটছাঁট গোপীর

আরও পড়ুন: শতবর্ষের মঞ্চে ইস্টবেঙ্গল আনবে সব অধিনায়ককে

দলগতভাবে আগ্নিয়া কৌশিক, রাজকুমার সিংহ সান্ধু ও উদয়বীর সিন্ধু মোট ১৭০৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ মেডেল জেতেন। এইদিন ভারতের ঝুলিতে আরও দুটি মেডেল আসে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড জুনিয়র টিম বিভাগে শ্রেয়া আগরওয়াল এবং যশ বর্ধন সিলভার মেডেল জেতেন। অপরদিকে, মেহুলি ঘোষ ও হৃদয় হাজারিকার জুটি আমেরিকান দলকে পিছনে ফেলে ব্রোঞ্জ সুনিশ্চিত করে।

ভারত এখনও অবধি আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে আটটি সোনা, আটটি সিলভার ও চারটি ব্রোঞ্জ সহ ২০ টি মেডেল জিতে টেবিলের শীর্ষে আছে।

অন্য বিষয়গুলি:

ISSF Junior World Cup Anish Bhanwala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy