Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India Vs Pakistan in Davis Cup

৬০ বছর পরে কেন পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত? শাস্তির ভয়! খোলসা করলেন কর্তা

৬০ বছর পরে ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে ভারত। কেন পাকিস্তানে খেলতে যেতে বাধ্য হচ্ছে ভারতের টেনিস দল? নেপথ্য কারণ জানালেন কর্তা।

sports

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:১০
Share: Save:

বার বার আবেদনের পরেও সুরাহা হয়নি। খেলা সরানো যায়নি অন্য কোনও দেশে। ফলে বাধ্য হয়ে ৬০ বছর পরে ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে ভারত। এই সিদ্ধান্তের নেপথ্যে কয়েকটি কারণ রয়েছে। সেই সব কারণ খোলসা করেছেন ভারতীয় টেনিস সংস্থার সচিব অনিল ধুপর।

একটি সাক্ষাৎকারে ধুপর বলেন, ‘‘আমাদের আবেদন খারিজ হয়েছে। তাই আমরা যেতে বাধ্য হচ্ছি। যদি অন্য কোনও দেশে খেলা হত তা হলে ভাল হত। পাকিস্তানে খেলতে যাওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই। তার পরেও আমাদের যেতে হচ্ছে। তার কারণ, ডেভিস কাপ হল টেনিসের বিশ্বকাপ। এত গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা ছেড়ে দেওয়া যায় না।’’

তা হলে কি শাস্তির ভয়েই মাথা নোয়াতে হল টেনিস সংস্থাকে। শাস্তির ভয় যে ছিল তা স্বীকার করে নিয়েছেন ধুপর। তিনি বলেন, ‘‘যদি আমরা খেলতে না যেতাম তা হলে দেশের টেনিস খেলোয়াড়দের শাস্তি দেওয়া হত। টেনিস সংস্থাকে শাস্তি দেওয়া হত। তাতে এত বছরে টেনিস যতটা এগিয়েছে তা মাঠে মারা যেত। দেশের টেনিসকে বাঁচিয়ে রাখার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ আমাদের অনুমতি দেওয়ার জন্য।’’

পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে ধুপরের। কিন্তু আন্তর্জাতিক টেনিস সংস্থা তাঁদের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ধুপর। তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক টেনিস সংস্থা সুরক্ষার বিষয় দেখছে। ওরা জানিয়েছে, আমাদের খেলোয়াড়দের কোনও সমস্যা হবে না। খেলোয়াড়েরারও তৈরি। আমরা পাকিস্তানে গিয়ে ওদের হারিয়ে আসব।’’

অন্য বিষয়গুলি:

All India Tennis Association Davis Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE