কোমায় চলে গিয়েছেন আবদেলহাক নুরি। —টুইটার থেকে।
বয়সটা মাত্র ২০। এই বয়সে এমনটা হতে পারে কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি। কিন্তু ডাচ ফুটবল এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল শুক্রবার। ওয়ের্ডার ব্রেমেনের সঙ্গে খেলা চলছিল আয়াখসের। ম্যাচের বয়স তখন ৭১ মিনিট। ১-২ গোলে হারছে আয়াখস। তখনই মাঠের মধ্যে লুটিয়ে পড়লেন তাঁদেরই দলের আবদেলহাক নুরি। প্রথমে সবাই ভেবেছিলেন চোট হয়েছে। কিন্তু নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে সবাই ছুটে আসেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই মাঠে হারানো জ্ঞ্যান এখনও ফেরেনি নুরির। বলা হচ্ছে, ‘কার্ডিয়াক অ্যারেথমিয়াস’এ আক্রান্ত তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে এখান থেকে সুস্থ জীবনে বা জীবনে ফিরে আসাটা প্রায় অসম্ভব। ক্লাবের তরফে জানানো হয়েছে, ‘‘পরীক্ষার পর জানা গিয়েছে ওর মস্তিষ্কের বেশিরভাগ অংশই কাজ করছে না। সবটাই হয়েছে মস্তিষ্কে অক্সিজেনের অভাব থেকে। হার্ট স্বাভাবিকভাবে কাজ করছে। আরও কিছু পরীক্ষার পর পুরো বিষয়টি খোলসা হবে।’’
আরও খবর: কুম্বলের সাফল্য তাড়া করবেই, রবির যাত্রাপথটা সহজ নয়
অ্যামস্টারডমে জন্ম নুরির। মাঠ থেকে হেলিকপ্টারে অস্ট্রিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরিকে। দ্রুত তাঁকে অ্যামস্টারডমের হাসপাতালে ভাল চিকিৎসার জন্য পাঠানো হবে। প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ফান ডার সার এই মুহূর্তে আয়াখসের সিইও। তিনি বলেন ‘‘এটা আমাদের জন্য খুব খারাপ খবর। ওর বাবামায়ের কথা ভেবে খারাপ লাগছে। আয়াখসের জন্যও খুব খারাপ সময়। কিন্তু মানিয়ে নিতে হবেই। নুরি প্রতিভা ছিল। কিন্তু এখানেই থেমে যাবে ভাবিনি।’’ নুরি ১৫টি লিগ ও কাপ গেমস খেলেছে আয়াখসের হয়ে ২০১৬১৭ মরসুমে। ডাচ কাপে একটি গোল রয়েছে তাঁর।
Devastating news about Abdelhak Nouri. I wish him and his family all the strength in the world #StayStrongAppie 🙌🏻❤️🙏 pic.twitter.com/0cSRFtEyzJ
— Robin van Persie (@Persie_Official) July 13, 2017
অ্যামস্টারডমে জন্ম নুরির। মাঠ থেকে হেলিকপ্টারে অস্ট্রিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরিকে। দ্রুত তাঁকে অ্যামস্টারডমের হাসপাতালে ভাল চিকিৎসার জন্য পাঠানো হবে। প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ফান ডার সার এই মুহূর্তে আয়াখসের সিইও। তিনি বলেন ‘‘এটা আমাদের জন্য খুব খারাপ খবর। ওর বাবামায়ের কথা ভেবে খারাপ লাগছে। আয়াখসের জন্যও খুব খারাপ সময়। কিন্তু মানিয়ে নিতে হবেই। নুরি প্রতিভা ছিল। কিন্তু এখানেই থেমে যাবে ভাবিনি।’’ নুরি ১৫টি লিগ ও কাপ গেমস খেলেছে আয়াখসের হয়ে ২০১৬১৭ মরসুমে। ডাচ কাপে একটি গোল রয়েছে তাঁর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy