তারার মতো দেখতে এই টুকরোই দেওয়া হচ্ছে সমর্থকদের। ছবি টুইটার
করোনা অতিমারিতে কার্যত গোটা মরসুমই খেলতে হয়েছে ফাঁকা স্টেডিয়ামে। ফলে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাননি সমর্থকরা। সেই সমর্থকদের সঙ্গে খেতাব জয়ের আনন্দ ভাগ করে নিতে অভিনব উদ্যোগ নিল নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডাম। খেতাবের ট্রফি গলিয়ে তা থেকে ৪২০০০ রুপোর টুকরো তৈরি করে সমর্থকদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিল তারা। যাঁদের গোটা মরসুমের টিকিট রয়েছে, তাঁরাই এই রুপোর টুকরো পাবেন।
পুরো ঘটনাই একটি ছোট ভিডিয়োয় নেটমাধ্যমে প্রকাশ করেছে আয়াক্স। তাদের এই উদ্যোগ ব্যপক প্রশংসিত হয়েছে গোটা বিশ্বে। চলতি মরসুমে ঘরোয়া লিগ খেতাব জিতেছে তারা। রুপোর থালার মতো দেখতে ট্রফি গলিয়ে ফেলা হয় তারপরেই। তা থেকে ৩.৪৫ গ্রামের ৪২ হাজার টুকরো তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই যা ওই সমর্থকদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন গোলকিপার এবং বর্তমানে আয়াক্সের কর্তা এডউইন ফন ডার সার বলেছেন, “আমরা চাই প্রত্যেকে যাতে নিজেদের এই জয়ের দাবিদার মনে করে। আগেই আমরা বলেছিলাম, এই খেতাব ওদের জন্য। সেই কথা আমরা রেখেছি।”
Piece of victory
— AFC Ajax (@AFCAjax) May 12, 2021
Piece of history
Piece of Ajax
Literally. For you. 🎖#XXXV pic.twitter.com/Bllbh9M4tA
Our success is your success.#XXXV pic.twitter.com/2l6bVtt0Pv
— AFC Ajax (@AFCAjax) May 12, 2021
এ বার ৩৪টির মধ্যে ৩০টি ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে খেলেছে আয়াক্স। জোহান ক্রুয়েফের নামাঙ্কিত এই স্টেডিয়ামে কিছুদিন পরেই ইউরো কাপের ম্যাচ দেখা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy