হেরে হতাশ সেরিনা। ছবি টুইটার
দীর্ঘ তিন মাস পরে খেলতে নেমেছিলেন তিনি। তা-ও আবার পেশাদার টেনিস জীবনের হাজারতম ম্যাচে। কিন্তু প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারলেন না সেরিনা উইলিয়ামস। হাজারতম ম্যাচে নেমে হারের মুখ দেখতে হল। বিশ্ব ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা আর্জেন্তিনার নাদিয়া পোদোরোস্কার কাছে ৬-৭ (৬-৮), ৫-৭ গেমে হেরে গেলেন তিনি।
চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হারার পর আর কোর্টে নামতে দেখা যায়নি সেরিনাকে। কিন্তু ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার তাঁকে কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করাল। আগামী ৩০ মে থেকে শুরু ফ্রেঞ্চ ওপেন। সেখানে সেরিনার সামনে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির স্পর্শ করার সুযোগ।
হাজার ম্যাচ খেলে ৮৫১টি ম্যাচে জিতেছেন সেরিনা। হেরেছেন ১৪৯টি ম্যাচে। মহিলাদের সার্কিটে ওপেন যুগে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় তাঁকে। কিন্তু সাম্প্রতিক কালে তিনি একেবারেই ছন্দে নেই। বেশ কয়েকবার ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি। হেরেছেন অখ্যাতদের কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy