Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফাইনালে এআইএফএফ

অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের হাড্ডাহাড্ডি সেমিফাইনালে টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসের যুবদলকে ৬-৫ হারিয়ে ফাইনালে এআইএফএফ অনূর্ধ্ব ১৯। এ বছর বারাসত, কল্যাণীতে অর্ধেক ম্যাচ হওয়ার পরে অবশেষে কলকাতা ময়দানে ফিরল শিল্ড।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০৩:২৮
Share: Save:

অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের হাড্ডাহাড্ডি সেমিফাইনালে টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসের যুবদলকে ৬-৫ হারিয়ে ফাইনালে এআইএফএফ অনূর্ধ্ব ১৯। এ বছর বারাসত, কল্যাণীতে অর্ধেক ম্যাচ হওয়ার পরে অবশেষে কলকাতা ময়দানে ফিরল শিল্ড। প্রথমার্ধে বোদো ও প্রসেনজিতের গোলে ২-০ এগিয়ে যায় এআইএফএফ। হাফটাইমের পরে ব্যাপটিস্ট ও ফ্লানাগানের গোলে ক্রিস্টাল ২-২ করে। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। গোলকিপার প্রভসুখন সিংহের দুটো অসাধারণ সেভের সৌজন্যে ৬-৫ জিতল এআইএফএফ। দলের কোচ ফ্লয়েড পিন্টো বলছেন, ‘‘মাঠে অনেকে আমাদের সমর্থন করছিল। ২-২ হওয়ার পরেও ছেলেরা আত্মবিশ্বাস হারায়নি।’’ এ দিন ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ম্যাচ শুরু হওয়ার আগে পারফর্ম করে সঞ্জয় মণ্ডলের ব্যান্ড। যাঁদের বাদ্যযন্ত্র তৈরি হয়েছে গৃহ সরঞ্জামের পরিত্যক্ত অংশ থেকে।

অন্য বিষয়গুলি:

AIFF IFA shield under19 football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE