মনে করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে টিমের হতশ্রী পারফরম্যান্সের পরে অবশেষে অবসর নেবেন শাহিদ আফ্রিদি। কিন্তু পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এ দিন জানিয়ে দিলেন, তিনি অবসর নিচ্ছেন না। তবে টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন।
পাকিস্তানের বিপর্যয়ে সমালোচিত জাতীয় কোচ ওয়াকার ইউনিস আবার হুঙ্কার দিলেন, এ ভাবে কোচের চাকরি ছাড়বেন না তিনি। ‘‘আমাকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। বোর্ড যদি আমাকে সরাতে চায়, তা হলে লিখিত ভাবে সেটা জানাক। এ ভাবে কোচের পদ ছাড়ব না,’’ বলেছেন ওয়াকার। সঙ্গে আরও ক্ষোভ উগরে দিয়েছেন, ‘‘আমি এই চাকরির জন্য কারও হাতে-পায়ে ধরিনি। বোর্ডে সিভি জমা দিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছিলাম। নাজম শেঠি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত বিশ্বকাপের পরে উনি আর আমার সঙ্গে দেখাই করেননি। নিজের প্ল্যান কার্যকর করতে যে সমস্যা হচ্ছিল, তা বারবার জানানো সত্ত্বেও বোর্ড কিছুই শোনেনি।’’
এখানেই থেমে না থেকে ওয়াকার আরও যোগ করেছেন, ‘‘এখন সবাই আমাকে সব কিছুর জন্য দোষ দিচ্ছে। আমাকে বরখাস্ত করতে চাইছে। সে আমি কালই চলে যেতে পারি। কিন্তু দেশের ক্রিকেট যদি এ ভাবেই চলে, তা হলে দু’বছর পর অন্য কোনও কোচের এই এক অবস্থা হবে।’’ তাঁর এবং পাক টিম ম্যানেজার ইন্তিখাব আলমের গোপন রিপোর্ট ফাঁস হওয়া নিয়েও ক্ষুব্ধ ওয়াকার। ‘‘এটা একটা অপরাধ। যারা এটা করেছে, দেশের ক্রিকেটকে ডামাডোলে ফেলার জন্য তাদের শাস্তি পাওয়া উচিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy