Advertisement
০৬ নভেম্বর ২০২৪

স্মিথদের ফেরা নিয়ে দ্বিমত

লিগামেন্টে চোট লাগায় জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরতে হয় স্মিথকে। কনুইয়ে অস্ত্রোপচার হওয়ায় অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তাঁর মাঠে ফেরাও পিছিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে ফিঞ্চের।

কনুইয়ে অস্ত্রোপচারের পরে নেটে ফিরলেন স্টিভ স্মিথ।—ছবি এএফপি।

কনুইয়ে অস্ত্রোপচারের পরে নেটে ফিরলেন স্টিভ স্মিথ।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৫:০৯
Share: Save:

কনুইয়ে অস্ত্রোপচারের পরে নেটে ফিরলেন স্টিভ স্মিথ। নেটে ব্যাট করার পরে তিনি জানালেন, বেশ ভাল বোধ করছেন। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের আশা, আইপিএলে মাঠে ফিরবেন তিনি ও ডেভিড ওয়ার্নার। তবে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছেন অন্য কথা। চলতি মাসের শেষে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ দুই ম্যাচেও স্মিথরা নামতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়কের।

লিগামেন্টে চোট লাগায় জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরতে হয় স্মিথকে। কনুইয়ে অস্ত্রোপচার হওয়ায় অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তাঁর মাঠে ফেরাও পিছিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে ফিঞ্চের। তবে স্মিথ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেটে ব্যাট করার পরের দিন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে জানান, ‘‘ফের শট মারতে পেরে ভাল লাগছে। কনুই এখন অনেক ভাল আছে।’’ দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ে এক বছর নির্বাসিত হন স্মিথ ও ওয়ার্নার। যার মেয়াদ শেষ হচ্ছে ২৯ মার্চ। ওয়ার্নারও কনুইয়ে চোট নিয়ে বাংলাদেশ থেকে ফিরে আসেন। তবে স্মিথের মতো অতটা গুরুতর নয়। তাঁর কনুইয়েও অস্ত্রোপচার হয়। তিনি বৃহস্পতিবার সিডনির নেটে ছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেলও ছিলেন অনুশীলনে। মর্কেল এখন সিডনিতে থাকেন তাঁর পরিবার নিয়ে। সারের হয়ে কাউন্টিতে খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE