Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Track And Field Athletics

অলিম্পিক্সে বাংলার মেয়ে আভা

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ঘরে একমাত্র সোনাটি এনেছিলেন ২৬ বছরের নীরজ। এমনকি আসন্ন অলিম্পিক্সের কথা মাথায় রেখে প‌্যারিসে ডায়মন্ড লিগেও নামেননি নীরজ।

নজরে: প‌্যারিসে পদকের স্বপ্ন কি পূরণ করবেন আভা? 

নজরে: প‌্যারিসে পদকের স্বপ্ন কি পূরণ করবেন আভা?  — নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০৯:০৯
Share: Save:

আগামী ২৬ জুলাই থেকে প‌্যারিসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। ‘সোনার ছেলে’ নীরজ চোপড়ার নেতৃত্বে ১৭ জন পুরুষ এবং ১১ জন মহিলা অ‌্যাথলিট সহ ২৮ সদস‌্যের দল নামবে অলিম্পিক্সে।

ট্র‌্যাক অ‌্যান্ড ফিল্ড অ‌্যাথলেটিক্স শুরু হবে ১ অগস্ট থেকে। চলবে ১১ অগস্ট পর্যন্ত। মহিলাদের মধ‌্যে নজরে থাকবেন ২৯ বছরের বাংলার মেয়ে আভা খাটুয়া। কিন্তু বর্তমানে তিনি মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। মাত্র দু’মাস আগেই ভুবনেশ্বরে জাতীয় ফেডারেশন কাপ অ‌্যাথলেটিক্স প্রতিযোগিতায় শটপুটে ১৮.৪১ মিটার ছুড়ে জাতীয় পর্যায়ে নতুন নজির সৃষ্টি করেছিলেন। গত বছর এশীয় অ‌্যাথলেটিক্স চ‌্যাম্পিয়নশিপে ১৮.০৬ মিটার ছুড়ে বিখ‌্যাত অ‌্যাথলিট মনপ্রীত কউরের সঙ্গে যুগ্ম রুপোজয়ী হন। আভা ছাড়াও পদক আনার দাবিদার ২৯ বছরের পারুল চৌধরী (হ‌্যাংঝাউ এশিয়ান গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে রুপো এবং ৫০০০ মিটার স্টিপলচেজ়ে সোনাজয়ী), জ‌্যোতি ইয়াররাজি (১০০ মিটার হার্ডলস), অন্নু রানি (জ‌্যাভলিন)।

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ঘরে একমাত্র সোনাটি এনেছিলেন ২৬ বছরের নীরজ। এমনকি আসন্ন অলিম্পিক্সের কথা মাথায় রেখে প‌্যারিসে ডায়মন্ড লিগেও নামেননি নীরজ। তিনি ছাড়াও ১৭ জনের মধ‌্যে উল্লেখযোগ‌্য নাম অবিনাশ সাবলে (২০২২ কমনওয়েলথ গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে রুপোজয়ী), কিশোর কুমার জেনা (হ‌্যাংঝাউ এশিয়ান গেমসে জ‌্যাভলিনে রুপোজয়ী), মহম্মদ আনাস, মহম্মদ আজমল, আমজ জ‌্যাকব, রাজেশ রমেশ (৪*৪০০ মিটার রিলে রেস)। এই দল বিশ্ব চ‌্যাম্পিয়নশিপের হিটে আমেরিকাকে হারিয়ে নজর কেড়েছিল।

চলতি বছরই অলিম্পিক্সে মিক্সড রিলে বিভাগে ম‌্যারাথন প্রথম বারের জন‌্য দেখা যাবে। ছেলেদের ৫০ কিমি. দৌড়কে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

Sports Girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy