ক্রিকেটে ব্যাটসম্যানরাই রাজা। তাদের জন্যই বরাদ্দ থাকে বেশির ভাগ সুবিধা, নিয়ম। আর, বোলাররা স্কিলের উৎকর্ষে চ্যালেঞ্জ জানান সেই ব্যাটসম্যানদের। ক্রিকেট ইতিহাসে এমন অনেক ওভার রয়েছে, যেখানে বোলারের দাপটে ভুল করতে বাধ্য হয়েছেন ব্যাটসম্যান। বা, ব্যাটসম্যানকে ভুল শট নিতে বাধ্য করেছেন বোলার। এই প্রতিবেদনে তুলে ধরা হল নানা ফরম্যাট মিলিয়ে এমনই ১০ ওভার যেগুলিকে ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ওভারের তকমাও দেওয়া যায়।
২০০৬ সালে করাচি টেস্টের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন ইরফান পাঠান। পাকিস্তানের বিরুদ্ধে সেই ওভারের প্রথম তিন বলে আসেনি উইকেট। ইরফান পাঠানের চতুর্থ বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরেছিলেন সলমন বাট। পঞ্চম বলে এলবিডব্লিউ হন অধিনায়ক ইউসুফ খান। আর ষষ্ঠ বলে বোল্ড হন মহম্মদ ইউসুফ। এই দুটো বলই দেরিতে সুইং ভেঙে ভিতরে আসে।