নিদাহাস ট্রফি জয় ভারতের। ছবি: এএফপি।
• নিদাহাস ট্রফি জিতল ভারত। ৪ উইকেটে ম্যাচ জিতল রোহিত ব্রিগেড।
• রুদ্ধশ্বাস জয় ভারতের।
• ছয়.... শেষ বলে ছক্কা মারলেন কার্তিক। ৮ বলে ২৯ রানের মারকাটারি ইনিংস খেললেন তিনি।
• ১ বলে ৫ দরকার ভারতের।
• দুরন্ত ব্যাটিং কার্তিকের।
• আউট... বিজয় শঙ্কর আউট।
• সাত নম্বরে ব্যাটে নামলেন দীনেশ কার্তিক।
• ম্যাচ ক্রমশ ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে।
• চাপে ভারত। ১২ বলে ৩৪ রান করতে হবে।
• ২৮ রানে আউট মনীশ পাণ্ডে।
• আউট...
• জেতার জন্য ৩০ বলে ৫২ রান চাই ভারতের। হাতে ছয় উইকেট।
• ১৫ ওভার শেষে ভারতের রান ১১৫/৪।
• ব্যাট করতে নামলেন বিজয় শঙ্কর।
• ৫৬ রান করে আউট রোহিত শর্মা।
• আউট...
• ১৩ ওভার শেষে ভারতের রান ৯৭/৩।
• জেতার জন্য ৪৮ বলে ৭৬ রান চাই ভারতের। হাতে রয়েছে সাত উইকেট।
• ১২ ওভার শেষে ভারতের রান ৯১/৩
• ৩৫ বলে অর্ধশতরান করলেন অধিনায়ক রোহিত শর্মা। ৪ টে চার এবং ৩ টে ছয় মেরেছেন রোহিত।
• ১১ ওভার শেষে ভারতের রান ৮৬/৩।
• ব্যক্তিগত ২৪ রান করে আউট লোকেশ রাহুল।
• আউট...
• ৬ ওভারে ভারত ৫৬/২।
• শুরুতেই আউট ধবন ও রায়না।
• ভারতের ব্যাটিং শুরু।
• ভারতের হয়ে ৩ উইকেট যুজবেন্দ্র চাহালের।
• ২০ ওভারের শেষে বাংলাদেশ ১৬৬/৮।
• বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আউট হন সাব্বির হোসেন।
• ১৮ ওভারে বাংলাদেশ ১৪৫/৬।
• ৭ রান করে রান আউট শাকিব।
• আউট...
• ১৬ ওভারে বাংলাদেশ ১২০/৫।
• সাবির রহমানের হাফ সেঞ্চুরি।
• ব্যাট করতে এসেছেন শাকিব আল হাসান।
• ২১ করে রান আউট মাহমুদুল্লাহ।
• আউট...
• ১৪ ওভারে বাংলাদেশ ১০০/৪।
• চহালের বলে শঙ্করকে ক্যাচ দিয়ে ৯ রান করে প্যাভেলিয়নে ফিরলেন মুশফিকুর রহিম।
• আউট...
• ১০ ওভারে বাংলাদেশ ৬৮/৩।
• ৫ ওভারে বাংলাদেশ ৩৩/৩।
• ওয়াশিংটন সুন্দরের বলে রায়নাকে ক্যাচ দিয়ে ১১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন লিটন দাস।
• আউট...
• শিখর ধবনকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফিরলেন সৌম্য।
• একই ওভারে চহালের জোড়া উইকেট।
• আউট....
• মাঠে নেমেছেন সৌম্য সরকার।
• চহালের বলে শার্দূল ঠাকুরকে ক্যাচ দিয়ে ১৫ রান করে প্যাভেলিয়নে ফিরলেন তামিম।
• ৪ ওভারে বাংলাদেশে ২৭/১।
• প্রথম উইকেট বাংলাদেশের।
• প্রথম বল করছেন জয়দেব উনাদকট।
• বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছেন তামিল ইকবাল ও লিটন দাস।
• খেলা শুরু।
ভারতীয় দলে মাত্র একটিই পরিবর্তন হয়েছে। মহম্মদ সিরাজের জায়গায় দলে এসেছেন জয়দেব উনাদকট। এই সিরিজের আগের দুটো ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে ভারতীয় দল। বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাকে দারুণভাবে লড়াইকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে। যা আত্মবিশ্বাসী অনেকটাই বাড়িয়ে দিয়েছে পুরো দলের।
যদিও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের রেকর্ড মোটেই ভাল নয়। কিন্তু অতীত আদৌ ভাবাচ্ছে না শাকিব আল হাসানের দলকে। চোটের জন্য বাইরে থাকার পরে শেষ ম্যাচ থেকে দলে ফিরেছেন শাকিব। তবে দলে ফিরেও বিশেষ কিছু করতে পারেননি তিনি। এই ম্যাচে নিজের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভিত্তি করে ট্রফি তুলে মরিয়া টাইগার বাহিনীর অধিনায়ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy