ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আঁতুরঘরে লিওনেল মেসি? ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের কাছে জিনিসটা স্বপ্নের মতো শোনালেও, জুন মাসে তা সত্যি হতেই পারে। চেলসির পরে এ বার প্রিমিয়ার লিগের আর এক হেভিওয়েট ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিওনেল মেসিকে সই করানোর দৌড়ে ঢুকে পড়ল।
কিছু দিন আগেই বিশ্বের ধনীতম ক্লাবের তালিকায় দ্বিতীয় ছিল ম্যান ইউ। আগামী মরসুমে বিখ্যাত খেলার কিট প্রস্তুতকারক সংস্থা আডিডাসের সঙ্গে রেকর্ড ৭৫০ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করতে চলেছে ম্যান ইউ। যার মেয়াদ দশ বছরের। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী আডিডাসের সঙ্গে চুক্তি সই করা মানে বিশ্বের কোনও ফুটবলারকে সই করানো অসম্ভব হবে না ম্যান ইউর জন্য। মেসির রেকর্ড ৫০০ মিলিয়ন পাউন্ড দামও ম্যান ইউর সাধ্যেই থাকবে। ক্লাবের এক কর্তা বলেন, “এটা সত্যি। আডিডাসের সঙ্গে চুক্তির পরে বিশ্বের যে কোনও ফুটবলারকে সই করাতে পারবে ম্যান ইউ।”
সদ্য হয়ে যাওয়া ব্যালন ডি’অর মঞ্চে গোটা বিশ্বকে চমকে দিয়ে মেসি বলেছিলেন, “আমি জানি না আগামী মরসুমে বার্সেলোনায় থাকব কি না।” যার পরেই বিশ্বের নামী সব ক্লাব এলএম টেনকে সই করাতে আগ্রহ দেখায়। হিসাব মতো চেলসি, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাব মেসির দাম দিতে পারলেও উয়েফার ‘আর্থিক স্বচ্ছতার’ নিয়মে সাসপেন্ড হয়ে যেতে পারে তারা। যে কারণে এলএম টেন নিয়ে ঝুঁকি নিতে চান না হোসে মোরিনহো বা ম্যানুয়েল পেলিগ্রিনির মতো কোচেরা। অর্থাৎ প্রিমিয়ার লিগে মেসিকে সই করানোর দাবিদার এখন একটাই ক্লাব ম্যান ইউ।
যে ক্লাবে এক সময় রাজত্ব করে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। সেই ম্যান ইউ আবার মেসিকে সই করানোর আগ্রহ দেখানোর পরেই টুইটার জুড়ে ঝড় উঠেছে। কয়েক জন যেমন পোস্ট করে, “রোনাল্ডোর পরে মেসি। জমে যাবে।” আবার কারও বক্তব্য, “মেসিই আমাদের জবাব বিশ্বকে। দেখিয়ে দেব, ম্যান ইউ এখনও সর্বশ্রেষ্ঠ।”
শুধু মেসিই নয়। লুই ফান গলকে আবার ১০০ মিলিয়ন পাউন্ড উপহার দেওয়া হবে দলবদলের বাজার থেকে আরও কয়েক মহাতারকা তুলে আনতে। অ্যাঞ্জেল দি মারিয়া, রবিন ফান পার্সি, হুয়ান মাতার মতো তারকারা থাকলেও, লুই ফান গল এখনও দলের অনেক পজিশন নিয়েই সন্তুষ্ট না। যে কারণে ডাচ কোচের নজরে রয়েছেন কেভিন স্ট্রুটম্যান, ম্যাটস হুমেলসের মতো তারকারা। আবার বরুসিয়া ডর্টমুন্ড তারকা মার্কো রয়েসকেও সই করাতে ইচ্ছুক ফান গল।
দলবদলের বাজারের অন্যতম আকর্ষণ এলএম টেনের দল বার্সেলোনা শনিবার লা লিগায় খেলতে চলেছে এলচের বিরুদ্ধে। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও বার্সা কোচ লুই এনরিকে বলেন, “লম্বা লিগ মানেই কোনও ম্যাচ সহজ না। শনিবার খুব ভাল করে খেলতে হবে। আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy