Advertisement
০৬ নভেম্বর ২০২৪

মোরিনহোর মগজাস্ত্র অকেজো করতে পারে রোনাল্ডোর পা

দু’টো আলাদা ম্যাচ। দু’টো আলাদা চরিত্র। একজন স্পেশ্যাল কোচ তো অন্য জন মহাতারকা। মঙ্গল-রাতে দু’জনই অবশ্য মাঠের বাইরে থেকে নিজেদের দলকে তাতালেন। মোরিনহো আর রোনাল্ডো। যাঁদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল টক্করের স্বপ্ন এখন থেকেই দেখছেন সুব্রত ভট্টাচার্যমঙ্গলবার রাতে দেখলাম রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড। যে ম্যাচে চোটের জন্য খেলেনি রোনাল্ডো। তার বদলে ওকে নতুন ভূমিকায় দেখলাম রিয়াল বেঞ্চে। কোচ কার্লো আন্সেলোত্তির সঙ্গে পাল্লা দিয়ে দলকে নির্দেশ দিয়ে গেল টানা নব্বই মিনিট। একেক সময় তো মনে হচ্ছিল রিয়ালের কোচটা কে? রোনাল্ডো না আন্সেলোত্তি? বের্নাবাওতে বরুসিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচে চোট পেয়েছিল।

এ ভাবেই রিয়াল ডিফেন্স ভেঙেছেন রয়েস।  ছবি: গেটি ইমেজেস।

এ ভাবেই রিয়াল ডিফেন্স ভেঙেছেন রয়েস। ছবি: গেটি ইমেজেস।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০৩:৩২
Share: Save:

অন্য ভূমিকায় রোনাল্ডো

মঙ্গলবার রাতে দেখলাম রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড। যে ম্যাচে চোটের জন্য খেলেনি রোনাল্ডো। তার বদলে ওকে নতুন ভূমিকায় দেখলাম রিয়াল বেঞ্চে। কোচ কার্লো আন্সেলোত্তির সঙ্গে পাল্লা দিয়ে দলকে নির্দেশ দিয়ে গেল টানা নব্বই মিনিট। একেক সময় তো মনে হচ্ছিল রিয়ালের কোচটা কে? রোনাল্ডো না আন্সেলোত্তি? বের্নাবাওতে বরুসিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচে চোট পেয়েছিল। অ্যাওয়ে ম্যাচে হয়তো খেলার অবস্থায় ছিল না বলেই প্রায় সহকারী কোচের ভূমিকা। টিভি-তে দেখলাম কখনও নির্দেশ দিচ্ছে সতীর্থদের। কখনও হতাশায় হাত ছুড়ছে। আবার শেষ বাঁশি বাজার পর উল্লাসেও মেতে উঠল গ্যারেথ বেলের সঙ্গে। দু’বছর আগে রবার্তো দি ম্যাতিও চেলসি কোচ থাকার সময় একবার জন টেরিকে ঠিক এই ভূমিকায় একটা ম্যাচে দেখেছিলাম। গত রাতে লেওয়ানডস্কিদের কাছে ০-২ হারলেও সব মিলিয়ে ৩-২ ফলাফলে সেমিফাইনাল চলে গেল রিয়াল।

‘সহকারী কোচে’র সাদামাঠা রিয়াল

গত বছর ঘরের মাঠে বরুসিয়া চার গোল মেরেছিল এই রিয়ালকে। মঙ্গলবার রাতেও সে রকম স্কোরলাইন হলে অবাক হতাম না। রয়েস, লেওনডস্কিদের প্রচণ্ড গতির ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি রোনাল্ডো-হীন রিয়াল। আরও দু’টো গোল বরুসিয়া দিতেই পারত। সেই আবার কাসিয়াস দুটো অনবদ্য সেভ করল। তবে উল্টো দিকে বরুসিয়া গোলকিপার ওয়াইডেনফেলার-ও অসাধারণ। ডি’মারিয়ার পেনাল্টি-সহ বাঁচাল তিনটে অবশ্যম্ভাবী গোল।

তবু রিয়ালকে নড়বড়ে দেখানোর কারণ একটাই রোনাল্ডোর না খেলা। পর্তুগিজ সুপারস্টার মাঠে না থাকায় রিয়ালের বাকিদের এই মেন্টাল ব্লক। আসলে ডি’মারিয়া, বেঞ্জিমা বা বেল কেউ নিজের পাশে অসাধারণ কোনও পার্টনার পায়নি। তাই রিয়ালকে সাধারণ লেগেছে। সেমিফাইনালে রোনাল্ডো ফিরলেই রিয়াল কিন্তু বদলে যাবে।

আন্সেলোত্তির আসল চিন্তা রক্ষণ

পেপে-র‌্যামোসদের রক্ষণ আন্সেলোত্তিকে ভরসা দিতে ব্যর্থ। গতি সম্পন্ন ফুটবল হলেই ভুলভ্রান্তি শুরু হয়ে যাচ্ছে পেপে-র‌্যামোসদের। কোয়েন্ত্রাও তা-ও চলে যাবে। কিন্তু দুই সেন্ট্রাল ডিফেন্ডার মারাত্মক গতির ফুটবলারের সামনে পড়লেই নাকানিচোবানি খাবে। মঙ্গলবার যেমন খেল। বরুসিয়ার দু’টো গোলের সময়ই পেপে-র‌্যামোস হয় জায়গায় ছিল না। নইলে পা ছুড়ে ট্যাকল করে বসল। বয়সটা ওদের খেলায় থাবা বসাচ্ছে। চ্যাম্পিয়ন হতে গেলে এই জায়গাটায় নজর দিতেই হবে আন্সেলোত্তিকে।

মোরিনহো আছেন মোরিনহোতেই

চেলসি বনাম প্যারিস সাঁ জাঁ-র রিপ্লে টেলিকাস্ট দেখলাম বুধবার। ৮৭ মিনিটে দেম্বা বা-র গোলের পর চেলসি কোচ যে ভাবে স্প্রিন্টারের ঢঙে এক ছুটে বিপক্ষের কর্নার ফ্ল্যাগের কাছে জড়ো হওয়া তাঁর দলের ফুটবলারদের বিজয়োল্লাসে গিয়ে নিজেকে জুড়লেন, সেটা দেখে বুঝলাম মোরিনহো আছেন মোরিনহোতেই।

আমি অবশ্য অবাক নই মোরিনহোর এই মজাদার আচরণে। লোকটা বরাবরের আবেগপ্রবণ। কোচিংটাও করান সেই আবেগ দিয়েই। দশ বছর আগে পোর্তোর কোচ থাকাকালীন ওল্ড ট্র‌্যাফোর্ডে ঠিক এ ভাবেই নিজেদের বেঞ্চের চারপাশে হাত মুঠো করে চক্কর দিতে দেখেছিলাম ওঁকে। কারণও ছিল। সে দিন শেষ মিনিটে কস্টিনহার গোলে পোর্তো সমতা ফিরিয়েছিল। যার ধাক্কায় সে বার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় অ্যালেক্স ফার্গুসনের দল।

মোরিনহোর স্পেশ্যাল কৌশল

ইব্রাদের প্যারিস সাঁ জাঁ হোম ম্যাচে ৩-১ হারিয়েছিল চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে সাঁ জাঁ ইব্রা-হীন থাকলেও ফরাসি দলটার দরকার ছিল একটিমাত্র অ্যাওয়ে গোল। কিন্তু মোরিনহো তাঁর বিখ্যাত আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলে সাঁ জাঁ-র গোল করার মুখ তো বন্ধ করেই দিলেন, উল্টে ইন্টারনেট ঘেঁটে যা পাচ্ছি, তাতে নাকি দেম্বা-র গোলের পর দলকে চেলসি কোচ বলতে ছুটেছিলেন, “তোমাদের এখনও তিন মিনিট কাটাতে হবে। আনন্দ-উল্লাস বন্ধ করো।” এই হচ্ছেন মোরিনহো। দলের ফুটবলারদের সঙ্গে মাঠে ঢুকে পড়ে গোলের উচ্ছ্বাস করছেন। সেখানেই ছেলেদের সতর্কও করছেন!

দি মারিয়ার পেনাল্টি বাঁচাচ্ছেন ওয়াইডেনফেলার। ছবি: এএফপি।

আর মোরিনহোর ট্যাকটিক্যাল অসাধারণত্ব? এই ম্যাচে ৪-২-৩-১ ছকে ব্যাক ফোরের আগে ডাবল পিভট হিসেবে দু’জন হোল্ডিং মিডিও দাঁড় করিয়ে প্রথম পর্বে এগিয়ে থাকা প্যারিস সাঁ জাঁ-র গোলের রাস্তা বন্ধ করলেন দারুণ ভাবে। দুই হোল্ডিং মিডিওর মধ্যে একজন আবার সেন্ট্রাল ডিফেন্ডার ব্রাজিলীয় ডেভিড লুইজ। হ্যাজার্ড চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর সেই জায়গায় নামালেন শুর্লে-কে। যে কি না প্রথম গোলটা করল। দ্বিতীয়ার্ধে আবার ল্যাম্পার্ড আর অস্কারকে বসিয়ে দেম্বা বা আর তোরেসকে নামিয়ে বিপক্ষকে আমার মতে একটা টোপ দিলেন। চেলসি খেলতে শুরু করল ডাইরেক্ট ফুটবল। যে টোপ গিলে প্রতি-আক্রমণে এল লাভেজ্জিরা। আর সেই সুযোগে সাঁ জাঁ ডিফেন্সের ফাঁকফোকর খুঁজে ২-০ ম্যাচ বের করে নিলেন মোরিনহো।

মোরিনহো বনাম গুয়ার্দিওলা

ফেলে আসা দশ বছরে মোরিনহো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন দু’বার। আটবার সেমিফাইনালে। নিজে উত্তেজিত হলেও ফুটবলারদের যেন রিমোট কন্ট্রোল হাতে চালনা করেন। এই মুহূর্তে ইউরোপের সেরা দল বায়ার্ন মিউনিখ কোচ গুয়ার্দিওলার সঙ্গে মোরিনহোর তফাত-- গুয়ার্দিওলা শান্ত মাথায় পরিস্থিতি ট্যাকল করেন। হাঁকপাক করেন না। কিন্তু আমার মতে ম্যাচের মধ্যে ইনভলভ্মেন্ট মোরিনহোর অনেক বেশি। মোরিনহো-দর্শন হল; বিপক্ষ অর্ধেও কোনও আগ্রাসী ট্যাকল নয়। তাতে ব্যর্থ হলাম মানে আমার এক জন বল দখলের লড়াইয়ে কমে গেল। তার বদলে বল তাড়া করো। তোমার এক জন বল তাড়া করলে দু’জন যাও তার সাহায্যে। আবার ফরোয়ার্ডরা বিপক্ষের প্রতি-আক্রমণের সময় নিজেদের অর্ধে রক্ষণে শক্তি বাড়াবে। সাইড ব্যাকরা ওভারল্যাপে গেলেও সেন্ট্রাল ডিফেন্ডাররা কদাচ মাঝমাঠের উপরে নয়। প্যারিস সাঁ জাঁ ম্যাচেও হুবহু সেই ছবি দেখছিলাম।

তবু এগিয়ে রোনাল্ডোরাই

শুক্রবার লটারি হবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কার সামনে কে! এ দিন আমার ইউনাইটেড স্পোর্টসের অনুশীলনেও দেখলাম ফুটবলাররা আলোচনা করছে রিয়াল-চেলসি সম্ভাব্য লড়াই নিয়ে। যদি লটারিতে সেটাই সত্যি হয়ে যায়, তা হলে আরও একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্য আমারই এখন থেকে উত্তেজনা বেড়ে যাচ্ছে। নিজের পুরনো টিমের বিরুদ্ধে মোরিনহো যে আরও কিছু চমক দেখাতে পারেন সেটা এখনই বুক ঠুকে বলে দিতে পারি। তা সত্ত্বেও বাস্তবকে অস্বীকার করব না।

রোনাল্ডো ফিট হয়ে উঠলে সেমিফাইনালে এগিয়ে রিয়াল মাদ্রিদ!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE