মা হওয়ার ইচ্ছা কমিয়ে দেয় আইকিউ! নতুন এক গবেষণা এমনই চাঞ্চল্যকর দাবি করছে। ব্রিটেন ন্যাশনল চাইল্ড ডেভোলপমেন্টের ডেটা বলছে মেয়েদের বুদ্ধিমত্তার সঙ্গে মা হওয়ার ইচ্ছার সম্পর্ক বেশ গভীর। ১৯৯০ সাল থেকে এখনও পর্যন্ত দীর্ঘদিন এই নিয়ে সমীক্ষা চালিয়েছেন গবেষকরা।
লন্ডন স্কুল অফ ইকনমিক্সের গবেষক সতোশি কানাজাওয়া এই ডেটাকেই বিশ্লেষণ করেছেন। তিনি দাবি করেছেন এই এক ইচ্ছাই কমিয়ে দেয় মেয়েদের আইকিউ। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী নাত্তাভুধ পোড়থাভিড়ের মতে সুখের চাবিকাঠি সন্তান উত্পাদনে, এই ধারণা আসলে বহু প্রচলিত ভ্রম ছাড়া আর কিছুই নয়। মায়েরা সন্তান জন্মের পর এত বেশি তাদের লালন পালনে ব্যস্ত হয়ে পড়েন যে তাঁদের নিজস্ব মননের বিকাশ থমকে যায়।
হলিউড স্টার ক্যামেরুন ডিয়াজ বেশ কিছুদিন আগেই বলে ছিলেন ‘‘আমার কোনও সন্তান নেই, তাই আমার একটা জীবন আছে।’’ শুধু ক্যামেরুনই নন এই মুহূর্তে গোটা বিশ্বের বহু মহিলাই চাইছেন না সন্তান। এই বিষয়ে নিজেদের স্পষ্ট অভিমতই জানাচ্ছেন তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy