০১
০৭
ক্রনিক কিডনির অসুখ আসলে নিঃশব্দ ঘাতক। কোনও নির্দিষ্ট উপসর্গ থাকে না। কয়েকটি সাধারণ উপসর্গ দেখলে সাবধান হওয়া দরকার। বারে বারে প্রস্রাবের সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ইউরিন পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। কোনও ত্রুটি থাকলে অবশ্যই নেফ্রোলজিস্টএর পরামর্শ নেওয়া উচিত।
০২
০৭
খিদে কমে যায়, বমি বমি ভাব থাকতে পারে, কখনও কখনও বমিও হয়।