Meet this grandmother who turns her village into an art gallery dgtl
Grandmother
হাতের জাদুতেই নিজের গ্রামকে আর্ট গ্যালারি বানিয়ে ফেললেন ৯০ বছরের এই বৃদ্ধা
তবে এ বার এমনই এক বৃদ্ধার খোঁজ মিলল, যিনি নিজ হাতে ছবি এঁকে গোটা গ্রামকে সুন্দর গড়ে তুলতে বদ্ধপরিকর।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১২:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
৯০ বছরের বৃদ্ধার নাম অ্যানেজকা (অ্যাগনেস) কাসপারকোভা। একসময় তিনি চেক রিপাবলিকের লৌকা গ্রামে কৃষির কাজে সাহায্য করতেন।
০২০৬
দক্ষিণ চেকের মোরাভিয়ান আর্টওয়ার্ক তাঁকে এই কাজে উদ্বুদ্ধ করেছিল।
০৩০৬
কৃষিকাজের পাশাপাশি বরাবরই তাঁর ঝোঁক ছিল ছবি আঁকার দিকে। তবে ফ্লোরাল প্যাটার্নের ছবিতেই তিনি বিশেষ আগ্রহী ছিলেন।
০৪০৬
দিনরাত পরিশ্রম করেই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়াল থেকে জানলা-দরজা সব জায়গাতেই ফুলের নকশা তৈরি করছেন অ্যানেজকা।
০৫০৬
এখন জগৎ জোড়া খ্যাতি তাঁর। তবে এ সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন অ্যাগনেস। বলছেন, ‘আমি কেবলই একজন আর্টিস্ট’।
০৬০৬
এই বয়সেও দিনরাত এক করে ছবি এঁকে চলেছেন। চেক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাগনেস বলছেন, ‘এই কাজ আমাকে আনন্দ। আমার গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে চাই’।