Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Women Gallery

রূপসী ভারতকন্যা, যাঁরা বিশ্বজয় করেছেন

অর্ধ শতক পর মানুষী ছিল্লরের হাত ধরে এল বিশ্বসেরার মুকুট। চিনের মাটিতে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করলেন তিনি। তবে মানুষীর আগে এ দেশের বহু নারীই বিশ্বের দরবারে সেরার মুকুট জয় করেছেন। গ্যালারির পাতায় উঠে এলেন সেই সব রূপসী কন্যারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ২৩:৫৭
Share: Save:
০১ ১০
সৌন্দর্য প্রতিযোগিতার ভারতীয়দের বিষয়ে কথা উঠলে প্রথমেই যাঁর কথা মনে আসে তিনি হলেন রীতা ফারিয়া। এ দেশে যখন মডেলিং নিয়ে সামান্যই উৎসাহ ছিল সে সময় ১৯৬৬-এ ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন তিনি। শুধু ভারতীয় নয়, প্রথম এশীয় হিসেবেও সেই খেতাব এনেছিলেন রীতা। তবে খেতাব জয়ের পর মডেলিং তো বটেই একাধিক ফিল্মের অফার ছেড়ে দিয়েছিলেন তিনি। গোয়ার মেয়ে এর পর মন দেন ডাক্তারিতে।

সৌন্দর্য প্রতিযোগিতার ভারতীয়দের বিষয়ে কথা উঠলে প্রথমেই যাঁর কথা মনে আসে তিনি হলেন রীতা ফারিয়া। এ দেশে যখন মডেলিং নিয়ে সামান্যই উৎসাহ ছিল সে সময় ১৯৬৬-এ ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন তিনি। শুধু ভারতীয় নয়, প্রথম এশীয় হিসেবেও সেই খেতাব এনেছিলেন রীতা। তবে খেতাব জয়ের পর মডেলিং তো বটেই একাধিক ফিল্মের অফার ছেড়ে দিয়েছিলেন তিনি। গোয়ার মেয়ে এর পর মন দেন ডাক্তারিতে।

০২ ১০
‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পর ১৯৭০-তে ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর খেতাব জেতেন জিনাত আমন। সেই প্রথম কোনও ভারতীয়ের হাত ধরে এল ওই জয়। মডেলিং ছেড়ে এর পর বলিউডের ডাকে সাড়া দেন জিনাত। আমেরিকায় পড়াশোনার পর অল্প বয়সেই মডেলিং শুরু করেছিলেন। বলিউ়ডের টানে সাতের দশকেই মডেলিং ছেড়ে দেন তিনি।

‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পর ১৯৭০-তে ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর খেতাব জেতেন জিনাত আমন। সেই প্রথম কোনও ভারতীয়ের হাত ধরে এল ওই জয়। মডেলিং ছেড়ে এর পর বলিউডের ডাকে সাড়া দেন জিনাত। আমেরিকায় পড়াশোনার পর অল্প বয়সেই মডেলিং শুরু করেছিলেন। বলিউ়ডের টানে সাতের দশকেই মডেলিং ছেড়ে দেন তিনি।

০৩ ১০
সুস্মিতা সেনের আগে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব কেউ জেতেননি। ফলে ১৯৯৪-এ ওই খেতাব জয়ের পর ইতিহাস গড়েন তিনি। দেশে ফিরে মডেলিং নয়, পেশা হিসেবে বেছে নেন অভিনয়কেই। অভিনয় ছাড়াও মডেলিং কনসালটেন্ট কাজ করেছেন এই বঙ্গতনয়া।

সুস্মিতা সেনের আগে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব কেউ জেতেননি। ফলে ১৯৯৪-এ ওই খেতাব জয়ের পর ইতিহাস গড়েন তিনি। দেশে ফিরে মডেলিং নয়, পেশা হিসেবে বেছে নেন অভিনয়কেই। অভিনয় ছাড়াও মডেলিং কনসালটেন্ট কাজ করেছেন এই বঙ্গতনয়া।

০৪ ১০
সুস্মিতা সেনের সঙ্গে একই বছরে, ১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ডে’র মুকুট জয় করেন ঐশ্বর্যা রাই। বেঙ্গালুরুর মেয়েটি এর পর অভিনয় জগতে পা রাখেন। ১৯৯৭-এ মণিরত্নমের তামিল ফিল্ম ‘ইরুভর’-এ ডেবিউ করার পর বলিউডে পথচলা শুরু। সে বছরই ‘অউর প্যায়ার হো গ্যায়া’ দিয়ে বলি-পর্দায় ডেবিউ হয় তাঁর।

সুস্মিতা সেনের সঙ্গে একই বছরে, ১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ডে’র মুকুট জয় করেন ঐশ্বর্যা রাই। বেঙ্গালুরুর মেয়েটি এর পর অভিনয় জগতে পা রাখেন। ১৯৯৭-এ মণিরত্নমের তামিল ফিল্ম ‘ইরুভর’-এ ডেবিউ করার পর বলিউডে পথচলা শুরু। সে বছরই ‘অউর প্যায়ার হো গ্যায়া’ দিয়ে বলি-পর্দায় ডেবিউ হয় তাঁর।

০৫ ১০
সুস্মিতা-ঐশ্বর্যার পথ ধরেই ভারতকে ফের এক বার বিশ্বমঞ্চে তুলে ধরেন ডায়ানা হে়ডেন। ১৯৯৭-এ ‘মিস ওয়ার্ল্ড’ জয়। এর পর অবশ্য বলিউডের দিকেই পা বাড়ান তিনি। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস-এর পড়ুয়া ডায়ানা অভিনয়ের ফাঁকে ফাঁকেই বহু টেলি-শো করেছেন। ২০১৩-তে লাস ভেগাসের কলিন ডিককে বিয়ে করেন ডায়ানা।

সুস্মিতা-ঐশ্বর্যার পথ ধরেই ভারতকে ফের এক বার বিশ্বমঞ্চে তুলে ধরেন ডায়ানা হে়ডেন। ১৯৯৭-এ ‘মিস ওয়ার্ল্ড’ জয়। এর পর অবশ্য বলিউডের দিকেই পা বাড়ান তিনি। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস-এর পড়ুয়া ডায়ানা অভিনয়ের ফাঁকে ফাঁকেই বহু টেলি-শো করেছেন। ২০১৩-তে লাস ভেগাসের কলিন ডিককে বিয়ে করেন ডায়ানা।

০৬ ১০
বেঙ্গালুরুতে জন্ম হলেও সাত বছর বয়স থেকেই দুবাইতে বড় হয়েছেন যুক্তা মুখী। এর পর মুম্বই চলে আসে তাঁর পরিবার। ১৯৯৯-এ ‘মিস ওয়ার্ল্ড’ জেতার পর মডেলিং ছেড়ে অভিনয়ের দিকে ঝোঁকেন তিনি। ২০০১-এ তামিল ফিল্ম করার পর হিন্দিতে বেশ কয়েকটি ফিল্ম করেন তিনি। তবে ফিল্ম কেরিয়ারে তেমন সাফল্য মেলেনি তাঁর। এর পর রাজনীতিতে যোগ দেন যুক্তা।

বেঙ্গালুরুতে জন্ম হলেও সাত বছর বয়স থেকেই দুবাইতে বড় হয়েছেন যুক্তা মুখী। এর পর মুম্বই চলে আসে তাঁর পরিবার। ১৯৯৯-এ ‘মিস ওয়ার্ল্ড’ জেতার পর মডেলিং ছেড়ে অভিনয়ের দিকে ঝোঁকেন তিনি। ২০০১-এ তামিল ফিল্ম করার পর হিন্দিতে বেশ কয়েকটি ফিল্ম করেন তিনি। তবে ফিল্ম কেরিয়ারে তেমন সাফল্য মেলেনি তাঁর। এর পর রাজনীতিতে যোগ দেন যুক্তা।

০৭ ১০
সুস্মিতার সেনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতেন লারা দত্ত। সালটা ২০০০। এর বছর তিনেক পর হিন্দি ফিল্মে দেখা যায় তাঁকে। অ্যাক্টিংয়ের ছাড়াও প্রযোজনাতেও মন দিয়েছেন তিনি। টেনিস তারকা স্বামী মহেশ ভূপতির সঙ্গে চুটিয়ে সংসার করার পাশাপাশি বেশ কয়েকটি টেলি-শোতেও দেখা গিয়েছে লারাকে।

সুস্মিতার সেনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতেন লারা দত্ত। সালটা ২০০০। এর বছর তিনেক পর হিন্দি ফিল্মে দেখা যায় তাঁকে। অ্যাক্টিংয়ের ছাড়াও প্রযোজনাতেও মন দিয়েছেন তিনি। টেনিস তারকা স্বামী মহেশ ভূপতির সঙ্গে চুটিয়ে সংসার করার পাশাপাশি বেশ কয়েকটি টেলি-শোতেও দেখা গিয়েছে লারাকে।

০৮ ১০
‘মিস ইন্ডিয়া’র খেতাব অল্পের জন্য হাতছাড়া হলেও ২০০০ সালে মিস ওয়ার্ল্ড জেতেন প্রিয়ঙ্কা চোপড়া। এর পর বলিউডে প্রবেশ। সেখানেও সাফল্য। এক সময় তো বলিউডে হাইয়েস্ট পেড অ্যাক্টরদের মধ্যে অন্যতম ছিলেন। বলিউডের ছাড়াও হলিউডেও নিজের ছাপ রেখেছেন প্রিয়ঙ্কা।

‘মিস ইন্ডিয়া’র খেতাব অল্পের জন্য হাতছাড়া হলেও ২০০০ সালে মিস ওয়ার্ল্ড জেতেন প্রিয়ঙ্কা চোপড়া। এর পর বলিউডে প্রবেশ। সেখানেও সাফল্য। এক সময় তো বলিউডে হাইয়েস্ট পেড অ্যাক্টরদের মধ্যে অন্যতম ছিলেন। বলিউডের ছাড়াও হলিউডেও নিজের ছাপ রেখেছেন প্রিয়ঙ্কা।

০৯ ১০
বলিউডে পা রাখার অনেক আগে থেকেই মডেলিং করছেন দিয়া মির্জা। ২০০০ সালে ম্যানিলায় ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর খেতাব জেতেন তিনি। সেই সঙ্গে সঙ্গে একটা রেকর্ডও গড়েন দিয়া।  সেই প্রথম কোনও ভারতীয়ের মাথায় ওই মুকুট উঠেছিল। জার্মান বাবা আর বাঙালি মায়ের সন্তান দিয়া একাধিক ভাষাতেও সমান দক্ষ। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও আগ্রহী তিনি।

বলিউডে পা রাখার অনেক আগে থেকেই মডেলিং করছেন দিয়া মির্জা। ২০০০ সালে ম্যানিলায় ‘মিস এশিয়া প্যাসিফিক’-এর খেতাব জেতেন তিনি। সেই সঙ্গে সঙ্গে একটা রেকর্ডও গড়েন দিয়া। সেই প্রথম কোনও ভারতীয়ের মাথায় ওই মুকুট উঠেছিল। জার্মান বাবা আর বাঙালি মায়ের সন্তান দিয়া একাধিক ভাষাতেও সমান দক্ষ। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও আগ্রহী তিনি।

১০ ১০
প্রথম ভারতীয় হিসেবে ‘মিস আর্থ’ খেতাব জেতেন নিকোল ফারিয়া। সালটা ২০১০। বেঙ্গালুরুর সার্কিটে ফ্যাশন মডেল হিসেবে দীর্ঘ দিন ধরেই পরিচিত নাম নিকোল।  মাত্র ১৫ বছর বয়স থেকেই দিল্লি, মুম্বই, কলম্বোয় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

প্রথম ভারতীয় হিসেবে ‘মিস আর্থ’ খেতাব জেতেন নিকোল ফারিয়া। সালটা ২০১০। বেঙ্গালুরুর সার্কিটে ফ্যাশন মডেল হিসেবে দীর্ঘ দিন ধরেই পরিচিত নাম নিকোল। মাত্র ১৫ বছর বয়স থেকেই দিল্লি, মুম্বই, কলম্বোয় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE