Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Jupiter

বৃহস্পতি গ্রহে এফএম, ভিন্‌গ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

হালে বৃহস্পতির চার পাশে চক্কর কাটছিল ‘নাসা’-র জুনো নামের মহাকাশযানটি। তখনই তার রাডারে ধরা পড়ে এই এফএম তরঙ্গ।

বৃহস্পতি গ্রহ থেকে ভেসে আসছে এফএম তরঙ্গ

বৃহস্পতি গ্রহ থেকে ভেসে আসছে এফএম তরঙ্গ

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৫:৩৯
Share: Save:

কখনও নতুন কোনও স্পাইরাল গ্যালাক্সির সন্ধান, কখনও বা বৃহস্পতির ‘চাঁদ’ থেকে এফএম রেডিয়ো সিগন্যাল পাওয়া— একের পর এক সাম্প্রতিক আবিষ্কারে শিরোনামে নাসা। তবে, বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়া বাড়তি মাত্রা যোগ করেছে।

বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়ার মতো অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করল মহাকাশযান জুনো। আর তা থেকেই জল্পনা, তবে কি ওই উপগ্রহে বাস কোনও ভিন্গ্র‌হের প্রাণীর?

হালে বৃহস্পতির চার পাশে চক্কর কাটছিল ‘নাসা’-র জুনো নামের মহাকাশযানটি। তখনই তার রাডারে ধরা পড়ে এই এফএম তরঙ্গ। পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা সেই তরঙ্গের বিশ্লেষণ করে জানান, আমাদের গ্রহে যে এফএম তরঙ্গের মাধ্যমে আমরা রেডিয়োয় গান শুনি, তার সঙ্গে এই তরঙ্গের বিশেষ কোনও ফারাক নেই। খোঁজ নিয়ে জানা যায়, এই তরঙ্গের উৎস বৃহস্পতির ৭৯টি উপগ্রহের একটি ‘গ্যানিমিড’ থেকেই ভেসে আসছে তরঙ্গটি।

তখনই জল্পনার শুরু হয়। তবে কি মহাকাশে সত্যিই অন্য প্রাণী আছে? না, সে জল্পনায় অবশ্য জল ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এটি প্রকৃতির নিজের সৃষ্টি করা তরঙ্গ। বহু ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তনের কারণে এ ধরণের তরঙ্গ নিজে থেকেই তৈরি হয়। এ ক্ষেত্রেও তাই-ই হয়েছে।

A post shared by Hubble Space Telescope (@nasahubble)

এই ছায়াপথের ছবিই ধরা দিয়েছে নাসার ক্যামেরায়

তবে আগামী দিনে এই তরঙ্গ নিয়ে আরও কাজ করা এবং বিশ্লেষণ করার দরকার আছে বলেও মনে করছেন তাঁরা। হয়তো এ থেকে ভৌতবিজ্ঞানের আরও নানা দিকের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে বলে তাঁদের মত।

২০১৬ সালে জুনোর এই মহাকাশ অভিযান শুরু হয়। নাসার তরফে জানানো হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত এই অভিযানের সময়সীমা বাড়ানো হয়েছে। তার মধ্যে জুনোর কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলে অন্য কথা। সান আন্তোনিয়োর ‘সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট’-এর অন্যতম প্রধান গবেষক স্কট বল্ট জানিয়েছেন, ‘২০১৬ সাল থেকে জুনো একের পর এক নতুন তথ্য আবিষ্কার করে চলেছে বৃহস্পতি এবং তার উপগ্রহদের সম্পর্কে’। আরও বহু তথ্য জানা যাবে অভিযানের সময়সীমা বাড়লে, এমনটাই মত তাঁর।

আরও পড়ুন: হিমালয়ে বরফ দেখতে চাইলে, হাতে আর খুব বেশি সময় নেই

আরও পড়ুন: আটকে গেল সিগন্যাল, বিপুল সংখ্যক নতুন ব্যবহাকারীর চাপ সামলাতে হিমসিম সার্ভার

অন্য বিষয়গুলি:

Jupiter FM Signal Space
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy