Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Science News

মহাকাশ থেকে নজরদারি, ইসরো পাঠাল ‘রিস্যাট’, সঙ্গে ৯ বিদেশি উপগ্রহ

বুধবার বিকেল সাড়ে তিনটেয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি-৪৮ রকেটের পিঠে চাপিয়ে রিস্যাট-২বিআর-১-কে পাঠানো হল কক্ষপথে।

গোয়েন্দা উপগ্রহ ‘রিস্যাট-২বিআর-১’-এর সফল উৎক্ষেপণ। বুধবার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। ছবি- ইসরোর সৌজন্যে।

গোয়েন্দা উপগ্রহ ‘রিস্যাট-২বিআর-১’-এর সফল উৎক্ষেপণ। বুধবার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। ছবি- ইসরোর সৌজন্যে।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:২১
Share: Save:

দেশের সর্বাধুনিক গোয়েন্দা উপগ্রহ ‘রিস্যাট-২বিআর-১’কে পৃথিবীর কক্ষপথে পাঠাল ইসরো। সঙ্গে পাঠানো হল আরও ৯টি বিদেশি উপগ্রহ।

বুধবার বিকেল সাড়ে তিনটেয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি-৪৮ রকেটের পিঠে চাপিয়ে রিস্যাট-২বিআর-১-কে পাঠানো হল কক্ষপথে।

ইসরো সূত্রে জানানো হয়েছে, এ দিন বিকেল সাড়ে তিনটেয় উৎক্ষেপণের ১৬ মিনিটের মধ্যেই রিস্যাট-২বিআর-১ গোয়েন্দা উপগ্রহটিকে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার উপরের কক্ষপথে ঢুকিয়ে দেয় ৪৪.৪ মিটার উঁচু পিএসএলভি-সি-৪৮। উপগ্রহটি পাঁচ বছর ধরে কাজ চালাবে।

উপগ্রহটিতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং ব্যবস্থা। যা অনেক উপর থেকেও খুব স্বচ্ছ ভাবে ছবি তুলতে পারে।

আরও পড়ুন- সৌরমণ্ডলের বাইরে থেকে আসা পাগলা ঘোড়াএ বার বাংলার আকাশে​

আরও পড়ুন- ছিটকে বেরচ্ছে লক্ষ কোটি সূচ, তাতাচ্ছে সূর্যকে, দেখালেন হুগলির কৃষক-সন্তান

ইসরো জানিয়েছে, গোয়েন্দা উপগ্রহটিকে কক্ষপথে পাঠানোর ৫ মিনিটের মধ্যেই একের পর এক ৯টি বিদেশি উপগ্রহকে তাদের নির্দিষ্ট কক্ষপথগুলিতে পাঠাতে পেরেছে পিএসএলভি-সি-৪৮।

এ দিনের অভিযান শেষ হয়েছে উৎক্ষেপণ থেকে ২১ মিনিটের মধ্যেই।

৬২৮ কিলোগ্রাম ওজনের গোয়েন্দা উপগ্রহ রিস্যাট-২বিআর-১ সেনাবাহিনীর কাজে তো লাগবেই; কাজে লাগবে কৃষি ও বনসৃজনে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায়।

অন্য বিষয়গুলি:

ISRO RISAT-2BR1 Spy Satellite ইসরো রিস্যাট-২বিআর-১
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy