Apple said to launch the new, cheaper iPad in second half of 2018 dgtl
Science News
আইপ্যাড কিনবেন? একলাফে প্রায় ৫ হাজার টাকা দাম কমাল অ্যাপল
আধখানা আপেলের অনুরাগীদের জন্য সুখবর। ২০১৮-তেই বাজারে আসছে অ্যাপলের নতুন আইপ্যাড। তবে, আগের চেয়ে অনেকটাই সহজলভ্য। এ বার মধ্যবিত্তের নাগালের মধ্যেই পাওয়া যাবে অ্যাপলের নতুন এই আইপ্যাডটি। এ দেশে কত টাকায় পাওয়া যাবে সেটি? জেনে নেওয়া যাক গ্যালারি থেকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ১২:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
আধখানা আপেলের অনুরাগীদের জন্য সুখবর। ২০১৮-তেই বাজারে আসছে অ্যাপলের নতুন আইপ্যাড। তবে, আগের চেয়ে অনেকটাই সহজলভ্য। এ বার মধ্যবিত্তের নাগালের মধ্যেই পাওয়া যাবে অ্যাপলের নতুন এই আইপ্যাডটি। এ দেশে কত টাকায় পাওয়া যাবে সেটি? জেনে নেওয়া যাক গ্যালারি থেকে।
০২০৯
সম্ভবত আগামী বছরের মার্চ মাসে বাজারে আসবে নতুন আইপ্যাড।
০৩০৯
৯.৭ ইঞ্চি রেটিনা ডিসপ্লে রয়েছে এতে।
০৪০৯
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
০৫০৯
১০ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায় এই আইপ্যাডে।
০৬০৯
রয়েছে ৪জি এলটিই-র সুবিধা।
০৭০৯
আইওএস ১১ ভার্সন রয়েছে আইপ্যাডে।
০৮০৯
৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১০৮০ পিক্সেল এইচডি ভিডিও, ১.২ ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে আইপ্যাডে।
০৯০৯
আগে আইপ্যাডের দাম ছিল ৩২৯ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২১,২০০ টাকা। নতুন আইপ্যাড বাজারে এলে তার দাম হবে ২৫৯ ডলারের কাছাকাছি। অর্থাৎ প্রায় ১৬ হাজার ৭০০ টাকা।