স্মার্টফোন ব্যবহার করেন আর তাতে ছবিই তোলেন না, তা কি কখনও হয়! গুগল প্লে স্টোরে এমন বেশ কিছু অ্যাপ আছে যার মাধ্যমে ছবিকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক তেমনই কিছু ফোটো এডিটিং অ্যাপের খুঁটিনাটি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১১:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
স্মার্টফোন ব্যবহার করেন আর তাতে ছবিই তোলেন না, তা কি কখনও হয়! গুগল প্লে স্টোরে এমন বেশ কিছু অ্যাপ আছে যার মাধ্যমে ছবিকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক তেমনই কিছু ফোটো এডিটিং অ্যাপের খুঁটিনাটি।
০২০৬
স্ন্যাপসিড: গুগলের এই অ্যাপটিতে আছে অটো কারেক্ট, অটো টিউন ইমেজ, সিলেকটিভ অ্যাডজাস্টের মতো টুল। অ্যাপটির সাইজ ২৪ এমবি। যারা নতুন এডিটিং শিখছেন তাদের জন্য অ্যাপটি আদর্শ।
০৩০৬
পিক্স আর্ট: অন্যতম ফোটো এডিটিং অ্যাপটি প্লে স্টোরে ডাউনলোডের সংখ্যা ১০ কোটিরও বেশি। সাইজ ৩২ এমবি। এই অ্যাপের মাধ্যমে ফোটো কোলাজ করা যায়। ফোটোতে দেওয়া যায় ম্যাজিক এফেক্ট। অর্থাৎ আপনার ছবিকে নিজে থেকেই ফিল্টার করে দেবে এই অ্যাপ।
০৪০৬
পিক্সলার এক্সপ্রেস: অ্যাপটির সাইজ ১৯ এমবি। এটিতে আছে ফোটোশপে ব্যবহৃত পেনসিল, পোস্টার, হাফটোন, ওয়াটার কালার, স্কেচের মতো ফিচার। যা কম্পিউটারে ফোটোশপে কাজ করার পরিবেশ দেবে। এ ছাড়াও আছে অটো ফিক্স ফিচার। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফোটো এডিট করা যায়।
০৫০৬
সাইমেরা: অন্য অ্যাপগুলির মতো এই অ্যাপটির মাধ্যমেও ফোটো তোলা যায়। সাতটি লেন্সের ফিচার রয়েছে এই অ্যাপটিতে। এ ছাড়া আছে ২০টিরও বেশি ফিল্টার ও বর্ডার অপশন।
০৬০৬
এভিয়ারি ফটো এডিটর: এই অ্যাপটির সাইজ ১৯ এমবি। এটির মাধ্যমে খুব সহজেই ছবি এডিট করা যায়। অ্যাপটিতে রয়েছে অটো এডিট ফিচার। ফলে দ্রুত ছবি এডিট করা যায়। সঙ্গে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিল্টার।