Advertisement
০৫ নভেম্বর ২০২৪

শেষ পাতে মন জিতে নিন এই রান্নায়

আটা-ময়দায় দু’ধরনের প্রোটিন মিলে তৈরি হয় গ্লুটেন। তার জন্যই লেচিতে আসে ইলাস্টিসিটি। অনেকেই আবার গ্লুটেনের অ্যালার্জিতে ভোগেন। তা বলে খাওয়া থেকে বঞ্চিত থাকবেন? মুশকিল আসান করছেন সূর্যতপা ভট্টাচার্য

সূর্যতপা ভট্টাচার্য
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১২:২৮
Share: Save:

কোকোনাট গুলাব বরফি

উপকরণ: নারকেল গুঁড়ো ২ কাপ, কনডেন্সড মিল্ক দেড় কাপ, রোজ় এসেন্স কয়েক ফোঁটা, অর্গ্যানিক গোলাপ পাপড়ি অল্প, পেস্তা কুচি ২ টেবিল চামচ, বিটের রস কয়েক ফোঁটা, ঘি ১ চা চামচ।

প্রণালী: নারকেলের গুঁড়ো আর কনডেন্সড মিল্ক একসঙ্গে মেখে একটি মণ্ড তৈরি করুন। তাতে রোজ় এসেন্স দিয়ে আরও এক বার মেখে নিন। মণ্ডটি এ বার দু’ভাগে ভাগ করে নিন। একটি ভাগে বিটের রস দিয়ে মেখে নিন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তাতে হালকা গোলাপি রং ধরবে। একটি ছোট চৌকো ট্রে-তে ঘি মাখিয়ে নিন। তার উপরে প্রথমে সাদা মণ্ড চেপে চেপে বসান। তার পরে একই ভাবে গোলাপি মণ্ডের স্তর বসান। ফ্রিজে ট্রে অন্তত দু’ঘণ্টা রেখে জমতে দিন। বার করে ছুরি দিয়ে চার ধার কেটে ট্রে থেকে বার করে নিন। এ বার বরফির আকারে কেটে নিন। গোলাপের পাপড়ি, পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

অন্য বিষয়গুলি:

Coconut Gulab Barfi Sweet Dish
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE