তেল ছাড়াই মাংস রাঁধবেন কী ভাবে ছবি: সংগৃহীত
আধুনিক জামাইদের অনেকেই অত্যন্ত স্বাস্থ্য সচেতন। তাই তাঁদের অনেকেই এড়িয়ে চলেন অতিরিক্ত তেল-মশলা সমৃদ্ধ খাবার। তাই জামাইষষ্ঠীতে জামাইদের জন্য কী রাঁধবেন, তা বুঝে পান না অনেকেই। রন্ধনশিল্পীরা কিন্তু বলছেন, জামাইষষ্ঠীর মাংস মানেই হাত বেয়ে প্রচুর তেল গড়িয়ে পড়া নয়। বরং বিনা তেলেই রান্না করা যেতে পারে মাংস। রইল প্রণালী।
উপকরণ:
এই রান্নাটি করতে লাগে মাত্র পাঁচটি উপকরণ।
১। খাসির মাংস: ১ কেজি
২। কাঁচা পেপে: ৩ টেবিল চামচ কুরিয়ে নেওয়া
৩। ফেটানো দই: ৭৫০ গ্রাম
৪। গোলমরিচের গুঁড়ো: ২.৫ টেবিল চামচ
৫। নুন: পরিমাণ মতো
প্রণালী:
১। মাংস ধুয়ে নিয়ে তাতে ঢেলে দিন সব ক’টি উপাদান।
২। সঙ্গে দিয়ে দিন পরিমাণ মতো নুন। মনে রাখবেন, রান্নার পর কমে আসবে মাংসের পরিমাণ। তাই সেই অনুপাতে নুন দিতে হবে।
৩। সব ক’টি উপকরণ একসঙ্গে মেখে নিন ভাল করে। ভাল করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ৬ থেকে ৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
৪। রান্না করার কিছু ক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে নিন। ঘরের উষ্ণতায় এলে কড়াই গরম করে ঢেলে দিন মাংস।
৫। প্রাথমিক ভাবে বেশি আঁচে রান্না করা শুরু করুন। দেখবেন কিছু ক্ষণ পরই মাংস জল ছেড়ে দেবে। মাংস জল ছেড়ে দিলে ঢাকা দিয়ে রান্না করতে থাকুন।
৬। মাংস ফুটতে শুরু করলে আঁচ কিছুটা কমিয়ে দিন। বার বার নাড়তে থাকুন।
৭। রান্নাটি হতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগবে। ঝোল একেবারে টেনে এলে কিছুটা জল দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নিয়ে পরিবেশন করুন তেল ছাড়া খাসির মাংস।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy