Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Tomato

Chutney Recipe: এক বার তৈরি করলে অন্তত মাস দুয়েক ভাল থাকবে টম্যাটোর চাটনি, কী ভাবে বানাবেন

কোনও একটা ছুটির দিন দেখে বানিয়ে ফেলতে পারেন এমন এক টম্যাটোর চাটনি, যা ভাল থাকবে অন্তত দু’মাস। কী ভাবে তৈরি করবেন এই চাটনি?

কী ভাবে বানাবেন টম্যাটোর চাটনি?

কী ভাবে বানাবেন টম্যাটোর চাটনি? ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৯:২৪
Share: Save:

রোজই খাবার খাওয়ার পর টক-মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে? সমাধান হতে পারে টম্যাটোর চাটনি। কিন্তু রোজ কি আর চাটনি বানানোর সময় আছে? অসুবিধা নেই। রাঁধতে জানলে এক বার বানানো চাটনিই থেকে যেতে পারে মাস দুয়েক। কাজেই কোনও একটি ছুটির দিনে বানিয়ে ফেললেই হল। কী ভাবে বানাবেন এই চাটনি?

ফ্রিজে রাখলে মাস দুয়েক ভাল থাকে এই চাটনি।

ফ্রিজে রাখলে মাস দুয়েক ভাল থাকে এই চাটনি। ছবি- সংগৃহীত

উপকরণ:

১। টম্যাটো: ২৫০ গ্রাম

২। তেল: ২ টেবিল চামচ

৩। জিরে: ১ চা চামচ

৪। সর্ষে: ১ চা চামচ

৫। হিং: ১ চিমটে

৬। পেঁয়াজ: ১টি

৭। কাঁচা লঙ্কা: স্বাদ অনুযায়ী

৮। আদা: পরিমাণ মতো

৯। রসুন: ১টি

১০। ধনে গুঁড়ো: আধ চা চামচ

১১। হলুদ গুঁড়ো: ১ চা চামচ

১২। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো: ৪ চা চামচ

১৩। লবণ: পরিমাণ মতো

১৪। সাদা ভিনিগার

প্রণালী:

১। প্রথমে টম্যাটোগুলি ভাল করে ধুয়ে নিন। একটি পাত্রে জল গরম করে টম্যাটোগুলি কয়েক মিনিট সেদ্ধ করুন। দেখবেন, সেদ্ধ হলে টম্যাটোর খোসা খুলে আসতে শুরু করবে।

২। টম্যাটো সেদ্ধ হলে গ্যাস বন্ধ করে একটি প্লেটে তুলে রাখুন। টম্যাটোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন।

৩। টুকরোগুলি ভাল করে মেখে নিয়ে ঘন পেস্ট বা পিউরি তৈরি করুন।

৪। অন্য দিকে, একটি আলাদা কড়াইতে কিছুটা তেল গরম করুন। জিরে, সর্ষে, হিং এবং কাটা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিন তেলে। ভাল ভাবে মেশান।

৫। এ বার কাঁচা লঙ্কা, আদা ও রসুন ঢেলে দিন। সব কিছু এক সঙ্গে ভাল করে ভাজুন।

৬। একটি আলাদা বাটিতে কিছুটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নিন। সঙ্গে কিছুটা জল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন।

৭। আগের পাত্রে এই ধনে-হলুদ-লঙ্কা গুঁড়োর মিশ্রণটির ঢেলে দিন।

৮। কিছু ক্ষণ মাঝারি আঁচে নাড়াচাড়া করলেই তেল ছাড়তে শুরু করবে। তেল ছাড়তে শুরু করলে দিতে দিন টম্যাটো পিউরি। স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিন।

৯। ঢাকনা দিয়ে ঢেকে কিছু ক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি চাটনি। ফ্রিজে রাখলে মাস দুয়েক ভাল থাকে এই চাটনি।

অন্য বিষয়গুলি:

Tomato chutney Recipe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE